Monday, November 10, 2025

নেপালকে করোনামুক্ত দাবি করা যোগেশ ভট্টরাই এখন নিজেই করোনা আক্রান্ত

Date:

করোনা আক্রান্ত নেপালের পর্যটন মন্ত্রী যোগেশ ভট্টরাই। গত ১০ অক্টোবর মন্ত্রীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে যোগেশ লিখেছেন, তিনি কাঠমান্ডুর বাইরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তার সামান্য শরীর খারাপ লাগছিল। ফেরার পর জ্বর জ্বর বোধ করায়, তিনি করোনার পরীক্ষা করান। সেই রিপোর্ট পজেটিভ এসেছে। গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন যোগেশ।

আর আশঙ্কার বিষয়টা এখানেই। করোনায় আক্রান্ত হওয়ার আগে গত বৃহস্পতিবারও মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন ভট্টরাই। বৈঠকে উপস্থিত ছিলেন খোদ নেপালেন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মাও। ফলে ওই বৈঠকে অংশ নেওয়া নেপালের প্রধানমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীদেরও এখন করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন : রাজ্যে কমলো কোভিড টেস্টের খরচ, পুজোয় নবান্নে কন্ট্রোল রুম: মুখ্যসচিব

এই প্রথম কেপি শর্মা ওলির মন্ত্রিসভার কোনও মন্ত্রী আক্রান্ত হলেন করোনায়। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে খবরের শিরোনামে আসেন মন্ত্রী যোগেশ ভট্টরাই। সারা বিশ্ব যখন করোনার সঙ্গে লড়াই করার উপায় খুঁজছে, সেই সময় দাঁড়িয়ে বড় গলায় তিনি প্রচার করেন যে তাঁর দেশ করোনা মুক্ত। পর্যটকদের নির্দ্বিধায় তাঁর দেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার করোনা আক্রান্ত হলেন সেই মন্ত্রী নিজেই।

আরও পড়ুন : ভাইরাসে আক্রান্ত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর

নেপালে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল গত জানুয়ারি মাসে। এরপর হুড়মুড়িয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে সংখ্যাটা ১ লাখ ছাড়িয়েছে। শনিবারও ৫০০৮ জন নতুন করোনা রোগী সন্ধান মিলেছে। কমছে সুস্থতার হার। এখনও পর্যন্ত সে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬১৪ জনের।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version