Monday, November 3, 2025

১০০ টাকার নতুন কয়েন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

গোয়ালিয়রের রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০০ টাকার নতুন কয়েন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই স্মারক মুদ্রা দেশবাসীর সামনে প্রকাশ্যে আনেন তিনি। সোমবার এই কয়েন উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্ধিয়ার পরিবারের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু বিশিষ্টজন।

জানা গিয়েছে, নতুন এই ১০০ টাকার কয়েনের দুটি দিক বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। কয়েনের একদিকে রয়েছে গোয়ালিয়রের রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার ছবি। ছবির উপরে হিন্দিতে লেখা রয়েছে ‘শ্রীমতি বিজয়া রাজে সিন্ধিয়ার জন্ম শতবর্ষ’। নিচের দিকে এটাই লেখা রয়েছে ইংরেজিতে। ছবির নিচে রাজমাতার জন্মসাল লেখা রয়েছে ১৯১৯। কয়েনের উল্টোপিঠে ইংরেজি ও হিন্দিতে লেখা রয়েছে ‘ভারত’। মাঝে অশোক স্তম্ভের চিহ্ন ও নিচে লেখা ১০০ টাকা। সোমবার বিজয়া রাজের স্মৃতিতে এই কয়েন উদ্বোধন অনুষ্ঠানে এক দীর্ঘ বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে রাজমাতার প্রশংসা করে তিনি বলেন, রাজপরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কীভাবে সাধারণ মানুষের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন বিজয়া রাজে। পাশাপাশি গণতন্ত্র রক্ষার জন্য দেশে জরুরি অবস্থা জারির সময়ে তাঁর জেল বন্দী হওয়ার বিষয়টিকেও এদিন তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: এবার গোবরের তৈরি চিপ বাঁচাবে নানান কঠিন রোগ থেকে, দাবি কামধেনু আয়োগের চেয়ারম্যানের

পাশাপাশি এই কয়েন উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে একটি টুইট করেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। সম্পর্কে যিনি বিজয়া রাজের কন্যা। উল্লেখ্য, রাজস্থানের গোয়ালিয়রে জনসংঘ ও ভারতীয় জনতা পার্টির একেবারে প্রথম সারির নেতৃত্ব ছিলেন বিজয়া রাজে। মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী যশোধরা রাজে সিন্ধিয়া এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে তাঁর কন্যা। পাশাপাশি, সম্প্রতি মধ্যপ্রদেশে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যসভার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্পর্কে তাঁর নাতি।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version