Sunday, August 24, 2025

বেলেঘাটায় ভয়ঙ্কর বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবের ছাদ! তারপর?

Date:

Share post:

সাতসকালে বিকট শব্দে ঘুম ভাঙল পাড়াপড়শীর। ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল একটি ক্লাবের ছাদ। ঘটনা, বেলেঘাটা গান্ধী ভবন সংলগ্ন এলাকা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে পুলিশ ও ডগ স্কোয়াড। গিয়েছে ফরেন্সিক দলও। চলছে জিজ্ঞাসাবাদ ও নমুনা সংগ্রহের কাজ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সেখানে পৌঁছেছে ডিসি ই এস ডি অজয় প্রসাদ। তিনি নিজে গোটা বিষয় খতিয়ে দেখছেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সাতসকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘুম চোখে ভয়ে আড়ষ্ট হয়ে যান বাসিন্দারা। বিস্ফোরণে উড়ে গিয়েছে একটি বাড়ির ছাদ। যেটা একটি ক্লাব। এলাকা তছনছ। এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট-কাঠ-লোহা-কাঁচের টুকরো।

কিন্তু ঠিক কী কারণে এই বিস্ফোরণের ঘটনা তা নিয়ে কেউ সঠিক তথ্য দিতে পারছেন না। স্থানীয়দের বক্তব্যে অনেকগুলি সম্ভাবনার বিষয় উঠে আসছে। যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পুলিশের মধ্যে।

ক্লাবের সদস্যরা বলছেন, বাইকে চড়ে কেউ বা কারা বাইরে থেকে এসে আসে এই বিস্ফোরণ ঘটিয়ে চম্পট দেয়। আরেকটি সূত্র বলছে, ওই ক্লাবেই নাকি রাখা ছিল বিস্ফোরক। সঠিক তথ্য আসলে কী, সেটা কেউ বলতে পারছেন না।

বেলেঘাটা চত্বরে কনস্ট্রাকশনের রমরমা। তার জন্যই বিস্ফোরক মজুত রাখা ছিল না কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আবার পুরোনো কোনও বিবাদে ক্লাবকে টার্গেট করা হয়েছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ক্লাবের মধ্যে আগে থেকেই বোমা মজুত করা ছিল কিনা, সেটাও তদন্ত সাপেক্ষ। সব মিলিয়ে এলাকা এখন থমথমে হয়ে রয়েছে। স্থানীয়দের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন:বিধি ভেঙ্গেই দুর্গাপুজোর যাত্রা শুরু

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...