ভোটের বছরে শহরে ‘রাজনৈতিক’ দুর্গাপুজো বঙ্গ-বিজেপি-র, হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও

রাজনৈতিক দল সরাসরি ধর্মীয় অনুষ্ঠান করছে, এ রাজ্যে এমন দেখা যায়নি এতদিন৷ ভোট বড় বালাই, একুশের নির্বাচনের আগে এ রাজ্যে তাও চালু করছে বঙ্গ- বিজেপি৷

এ বছর বিধাননগরে দলগতভাবেই হবে বিজেপির এই দুর্গাপুজো৷ এই পুজো হবে কেন্দ্রীয় সরকারের EZCC বা পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে। শুধু পুজোটুকুই নয়, বিজেপি সূত্রের খবর, পুজোয় ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত রোজ হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও৷ বঙ্গ-বিজেপি আয়োজিত এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনই দাবি বিজেপির৷ এই উদ্বোধন অনুষ্ঠান হবে
আগামী ২২ অক্টোবর৷
ওইদিনই দুর্গাপুজো উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণও দেওয়ার কথা মোদির৷ দলের অন্যতম নেতা জয়প্রকাশ মজুমদার এ প্রসঙ্গে বলেছেন, ‘‘বিজেপি নেতারা কোনও পুজোয় যুক্ত হলেই নানা ভাবে বাধা দেওয়া হয়। তাই আলাদা করে পুজো করছে বিজেপি’’৷ সরকারি প্রতিষ্ঠানে ধর্মচর্চা করা যায় কি’না, এ প্রসঙ্গে তাঁর সাফাই, “যে সব জায়গায় সাধারণত দুর্গাপুজো হয়, সবই তো সরকারের। আমরা তো EZCC-কে ভাড়া দেব।’’

সূত্রের খবর, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত রোজই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোভিড-সুরক্ষার জন্য রাজ্য সরকার যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে কিছু নির্দেশিকা জারি করেছে, তা লঙ্ঘন করার উদ্যোগ কেন ? এর জবাব নেতারা দেননি৷

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleপুজোয় ‘অন্যভাবে’ জলসার অনুমতি দিয়ে শিল্পীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী