আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে এদেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনা

আন্তর্জাতিক বাজারে সোনার দাম ফের বাড়তে শুরু করেছে। এর প্রভাব থেকে মুক্তি পায়নি ভারত। বুধবার এদেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনা। যদিও গতকাল এ দেশের বাজারে সোনার দাম ১ শতাংশের মতো হ্রাস পেয়েছিল।
ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যসোসিয়েশনের (IBJA) জানিয়েছে , স্পট মার্কেটে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫১ হাজার ১৪৭ টাকায় বেচাকেনা হচ্ছে। আর প্রতি কিলোগ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৬২ হাজার ১৮৮ টাকা।
অবশ্য কয়েক দিনের ধারাবাহিক বৃদ্ধির পরে মঙ্গলবার সামান্য কমেছিল সোনার দাম। কলকাতার পাইকারি বাজারে ১০ গ্রাম হলমার্ক গয়নার সোনার দাম কমেছিল মাত্র ৬০ টাকা। ফলে ৪৯ হাজার ৮৯৯ টাকার উপরেই ঘোরাফেরা করছে এই মূল্যবান ধাতু। তবে গতকাল রুপোর দামে বিরাট তফাৎ লক্ষ্য করা গিয়েছিল। প্রতি কিলোগ্রাম রুপোর দাম কমেছিল ৮৮০ টাকা।
আসলে করোনা মহামারি এবং লকডাউনের কারণে ভারতে গয়নার চাহিদা তলানিতে এসে ঠেকেছে। তবুও সোনালি ধাতুর দাম কমেনি। বরং লকডাউনের মধ্যেই তা নয়া শিখর স্পর্শ করে। গত অগস্টের প্রথম সপ্তাহে কলকাতায় ১০ গ্রাম খাঁটি সোনার দাম বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল প্রায় ৫৭ হাজার টাকায়। তবে তার পর থেকে মূল্যবান এই ধাতুর দরে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা যাচ্ছিল। গত ২৮ সেপ্টেম্বর শহরে ১০ গ্রাম হলমার্ক গয়নার দাম ছিল ৪৮ হাজার ৫০০ টাকারও কম।Ad1