কলকাতা হাইকোর্টে অকারণে ঢোকা বন্ধ বুধবার থেকেই, বিজ্ঞপ্তি জারি

calcutta high court
কলকাতা হাইকোর্ট

নির্দিষ্ট কারণ ছাড়া এবার থেকে ঢোকা যাবে না কলকাতা হাইকোর্টে। এই সতর্কবাণীতে কাজ না হলে বিনা নোটিশেই বন্ধ করে দেওয়া হবে আদালত।

মঙ্গলবার রাতে রাজ্যের শীর্ষ আদালতের প্রশাসন এই বিজ্ঞপ্তি জারি করেছে৷ হাইকোর্টের রেজিস্ট্রার- জেনারেল রাই চট্টোপাধ্যায়ের নামে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইদানিং বিনা কারনে হাইকোর্টে লোক সমাগম অনেক বেড়ে গিয়েছে। এজলাস হোক, বা অলিন্দ, সর্বত্র একই ভিড়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, কোনও কারণ ছাড়াও এজলাস বা হাইকোর্ট চত্বরে ভিড় করছেন অনেকে। এছাড়া, হাইকোর্টের অন্দরে আইনজীবীদের সেরেস্তা বসে গিয়েছে। সেখানে বিধি অমান্য করা ভিড় হচ্ছে৷ রাজ্যে এদিকে সংক্রমণের হার বাড়ছে, তাই সর্বস্তরেই অনুরোধ, খুব জরুরি কারণ ছাড়া কেউ যেন আদালত চত্বরে না ঢোকেন। কোভিড-বিধি না মানলে বিনা নোটিসে বিচারবিভাগীয় কাজ বন্ধ করা হবে। অলিন্দে বা হাইকোর্ট চৌহদ্দির মধ্যে কোথাও সেরেস্তা বসানো যাবে না।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোশন পর্যায়ে থাকা মামলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আইনজীবীরা ছাড়া সশরীরে কেউ হাজির থাকতে পারবেন না। আজ, বুধবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে।

আরও পড়ুন-দ্রুত মুক্তির দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বলবিন্দর সিংয়ের পরিবার

Previous articleরাজ্যসভার ১১ আসনে নির্বাচন আগামী ৯ নভেম্বর
Next articleসুস্থ হয়ে ফের করোনা আক্রান্তের ঘটনা বাড়ছে দেশে, উদ্বিগ্ন আইসিএমআর