Friday, January 2, 2026

ফের রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত, এবার কোথায়?

Date:

Share post:

রাজ্যের সঙ্গে, রাজ্য প্রশাসনের সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সংঘাত ইদানীং ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। জগদীপ ধনকড়ের সঙ্গে বাংলার রাজ্য-প্রশাসনের সংঘাতের খবর বারবার উঠে আসে শিরোনামে। এবার জায়গাটা আরব সাগরের তীরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বিরুদ্ধে সুর চড়িয়েছেন সেখানকার রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। এই সংঘাত আবার ধর্মীয় ভাবাবেগে ঘিরে। দেশে করোনা সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। তার মধ্যেই রাজ্যের মন্দির খোলার বিষয়ে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল। পাল্টা জবাব দিয়েছেন উদ্ধব ঠাকরেও।

১২ অক্টোবর কোশিয়ারি মুখ্যমন্ত্রীকে লেখেন, “আপনি বরাবরই হিন্দুত্বের প্রবল সমর্থক। শ্রীরামের প্রতি প্রকাশ্যে আপনি আপনার ভক্তি প্রকাশ করেছেন। আপনি কি কোনও দৈব আদেশ পেয়ে বারবার মন্দির খোলার বিষয়টি পিছিয়ে দিচ্ছেন? নাকি হঠাৎ ধর্মনিরপেক্ষ হয়ে গেলেন?” এই খোঁচার পরে রাজ্যপাল লিখছেন, মহারাষ্ট্র সরকার বার–রেস্তোরাঁ খুলে দিয়েছে কিন্তু দেবদেবীদের তালাবন্ধ রেখে দিয়েছে। রাজধানীতে আগেই ধর্মীয় স্থান খুলে গিয়েছে কিন্তু সেখানে তার জন্য সংক্রমণ বাড়েনি বলে মত কোশিয়ারির।

চিঠি পেয়েই ক্ষোভে ফেটে পড়েছেন উদ্ধব ঠাকরে। বলেন, ভগত সিং কোশিয়ারি কাছ থেকে তাঁর হিন্দুত্বের শংসাপত্র নেওয়ার প্রয়োজন নেই। পাল্টা রাজ্যপালকে তিনি লেখেন, “আমার হিন্দুত্ব এমন ব্যক্তিকে স্বাগত জানায় না, যিনি মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর বলেন। আপনার কাছ থেকে হিন্দুত্বের কোনও শংসাপত্র চাই না”। এরপর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী লেখেন, রাজ্য সরকার মন্দির–সহ ধর্মীয় স্থানগুলি খোলার বিষয়ে সচেষ্ট। তবে এই পরিস্থিতিতে সবার আগে মানুষের সুরক্ষার দিকটা দেখতে হবে। এরপর তিনি রাজ্যপালকে প্রশ্ন করেন, ‘‌আপনি কী মনে করেন ধর্মীয় স্থান খুলে দেওয়াটা হিন্দুত্ব, আর না খোলা হলে সেটা ধর্মনিরপেক্ষ?‌” ধর্মনিরপেক্ষতা হল একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। যা রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছিলেন কোশিয়ারি। আর এখন সেটা নিয়েই তিনি প্রশ্ন তুলছেন বলে কটাক্ষ করেন উদ্ধব ঠাকরে।

কয়েকদিন আগেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দেশের সব রাজ্যপালের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “রাজ্যপালরা আরএসএসের কারখানায় গড়া পুতুল। তাঁদের নিজস্ব কোনও মতামত নেই”। এ বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন জানান মানিক সরকার। বাংলাতে দায়িত্ব নিয়ে আসার পর থেকেই জগদীপ ধনকড় কোনো না কোনো বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরোধিতা, সমালোচনা করেন। এমনকী, সে ক্ষেত্রে তিনি মহিলা মুখ্যমন্ত্রীকে ‘অবমাননাকর’ মন্তব্য করতেও পিছু হটেন না। এবার মহারাষ্ট্র একই ছবি। এতদিন বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে ছিল শিবসেনা। কিন্তু গত বিধানসভা নির্বাচনে সেই মধুচন্দ্রিমার সমাপ্তি ঘটেছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুন-ভোটের মুখে ১৫ নেতাকে জেডিইউ থেকে তাড়ালেন নীতীশ

spot_img

Related articles

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...