Sunday, December 21, 2025

অনুব্রতর বিরুদ্ধে বিস্ফোরক সিদ্দিকুল্লা, গুরুত্ব দিতে নারাজ ‘কেষ্ট দা’

Date:

Share post:

আসন্ন বিধানসভার জন্য আগাম প্রার্থী ঘোষণা নিয়ে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি কটাক্ষ করে বলেন, “পঞ্চায়েত নির্বাচনের সময় আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম রাজ্য জুড়ে এত কাজ হয়েছে, উন্নয়নে নিরিখে রাজ্যে ভোট হবে। এখানে ‘চড়াম চড়াম’ আর ‘মশারি টাঙানো’-র কোনও প্রয়োজন নেই”। এরপরেই সিদ্দিকুল্লা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বকসি আছেন। সময় হলে তাঁরাই প্রার্থী ঘোষণা করবেন। কিন্তু আগাম প্রার্থী ঘোষণা করে দলের মধ্যে ‘অন্তর্দ্বন্দ্ব’ ও ‘গৃহযুদ্ধ’ লাগানোর চেষ্টা করছেন তিনি। এটা খুব নিন্দনীয় কাজ বলেও মন্তব্য করেন সিদ্দিকুল্লা। তাঁর কথায়, এক সময় অনুব্রত মণ্ডলই দেখিয়েছিলেন কীভাবে ভোটে জিততে হয়। তাঁর এই আস্ফলন খুব মারাত্মক। “দলনেত্রী ঠিক করবেন কে প্রার্থী হবেন। উনি কে এই সমস্ত বলার।”

গত পঞ্চায়েত নির্বাচনে মঙ্গলকোটে আউসগ্রাম-কেতুগ্রাম বিধানসভার সাংগঠনিক বিষয় নিয়ে অনুব্রতর সঙ্গে সিদ্দিকুল্লার দূরত্ব তৈরি হয়। শুক্রবার, বীরভূমের যাত্রা মাদ্রাসা প্রাঙ্গণে জমিয়তে উলামায়-এ-হিন্দের জেলা প্রতিনিধি সম্মেলন ছিল। সেখানেই এই অভিযোগ করেন সিদ্দিকুল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আনিসুর রহমান-সহ অন্যান্য নেতৃত্ব।

পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, আউসগ্রাম ও কেতুগ্রাম বিধানসভা হিসেবে বীরভূমের সঙ্গে যুক্ত। সিদ্দিকুল্লার মতে, এই তিন জায়গার পরিস্থিতি আরও জটিল করেছেন বীরভূমের নেতা এতে দলের লাভ হবে না। মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে সভামঞ্চ থেকে অনুব্রতর ‘অপদার্থ’ বলার প্রসঙ্গে সিদ্দিকুল্লা বলেন, “তিনি নিজেকে কি ভাবেন? জমানো বদলাচ্ছে। জনগণ উত্তর চাইলে তখন কঠিন হয়ে যাবে”।

যদিও মন্ত্রী তথা মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গুরুত্ব নিতে নারাজ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “কোনো গুরুত্ব নেই ওর। ওই তিন বিধানসভার গত লোকসভা নির্বাচনের ফলাফলই বলে দেবে এই অভিযোগের উত্তর”। তবে, এই চাপানউতোরে শাসকদলের অন্দরে ক্ষোভ জমছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

spot_img

Related articles

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...

কেন্দ্রের ব্যর্থতায় হাতির মৃত্যু! ঢাকা দিতে ম্যানগ্রোভ-‘অভিযোগ’ কেন্দ্রীয় মন্ত্রীর

প্রথম বাংলায়। এবার অসমে। মর্মান্তিকভাবে মৃত্যু হল হাতির দলের। একসঙ্গে ট্রেনের ধাক্কায় এত হাতির মৃত্যু দেশের ইতিহাসে বিরল।...

ছোট জায়গায় কেন, ব্রিগেডে দল ঘোষণা করুন: হুমায়ুনকে বার্তা তৃণমূলের

একাধিক দল বিরোধী পদক্ষেপের কারণে তৃণমূল থেকে বহিষ্কৃত। প্রাক্তন বিজেপি লোকসভা প্রার্থী এবার নতুন দল খুলতে চলেছেন। রবিবার...