আজ থেকে পাঁচ দিনের জন্য খুলে গেল শবরীমালা মন্দির

করোনা আবহের মধ্যেই আজ থেকে পাঁচ দিনের জন্য খুলে গেল শবরীমালা মন্দির। প্রত্যেকদিন মোট ২৫০ জন ভক্ত প্রবেশ করতে পারবেন মন্দির চত্বরে। তার জন্য আগাম বুকিং করতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে মন্দিরের ট্রাস্টি।
চলতি বছরের ২৪ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন চালু হওয়ার পর অন্যান্য মন্দিরের মতো বন্ধ হয়ে যায় শবরীমালা মন্দিরও। টানা তিন মাস বন্ধ থাকার পর গত জুনে প্রথম খোলে মন্দিরের দরজা। কিন্তু সংক্রমণ বাড়ায় ফের বন্ধ হয়ে যায় শবরীমালার দরজা। আপাতত পাঁচ দিনের এই বিশেষ পুজো মালায়লি থুলাম মাসে অনুষ্ঠিত হবে। মন্দির কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, দর্শনের জন্য অনলাইন বুকিং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে করা হবে। এ বিষয়ে মন্দির ট্রাস্টি বোর্ড জানিয়েছে, “শবরীমালা মন্দিরটি মালায়লি থুলাম মাসে ১৬ অক্টোবর থেকে ৫ দিনের জন্য পুজোর জন্য উন্মুক্ত হবে। কোভিড নেগেটিভ শংসাপত্র থাকলে তবেই প্রবেশের ছাড়পত্র মিলবে।”

Previous articleমহামারির জেরে কড়া নিয়মের বেড়াজালে বাংলাদেশের দুর্গাপুজো
Next articleবক্তব্য আর বয়ানে ফারাক: রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের