Sunday, May 18, 2025

সুপ্রিম কোর্টে ধাক্কা রিপাবলিক টিভির, মামলা শুনলই না কোর্ট

Date:

Share post:

ভুয়ো টিআরপি কাণ্ডে ফের জোর ধাক্কা খেল অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি। সুপ্রিম কোর্ট রাজিই হল না মামলা শুনতে। উল্টে কিছুটা কড়া ভাষায় রিপাবলিক টিভিকে জানিয়ে দেওয়া হয়েছে, দেশের অন্যান্য নাগরিকের মতই তদন্তের মুখোমুখি হতে হবে। প্রয়োজনে বম্বে হাইকোর্টে তাদের যাওয়া উচিত বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত।

মুম্বই পুলিশের অভিযোগ, রিপাবলিক টিভি সহ প্রথম সারির তিনটি টিভি চ্যালেন বেশি টাকার বিজ্ঞাপন পাওয়ার জন্য টিআরপিতে জালিয়াতি করেছে।এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। আর তারপরই মামলা এড়াতে এবং মুম্বই পুলিশের কাছ থেকে সিবিআইতে তদন্ত স্থানান্তর চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রিপাবলিক টিভি। কিন্তু শীর্ষ আদালত সাফ জানিয়েছে, আগেই রিপাবলিক টিভি হাইকোর্টে আবেদন করেছে। তার ফয়সালা হওয়ার আগে এই মামলা সুপ্রিম কোর্ট শোনার অর্থ হল যে, শীর্ষ আদালত উচ্চ আদালতের ওপর ভরসা রাখে না এই বার্তা দেওয়া। তাই মামলা নিয়ে বম্বে হাইকোর্টেই যেতে হবে। সুপ্রিম কোর্টে মামলাটি ওঠে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, ইন্দু মলহোত্রা আর ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে। তিন বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, রিপাবলিক টিভির অফিস মুম্বইয়ের ওরলিতে। আর সেখান থেকে খুবই কাছে ফ্লোরা ফাউন্টেনে অবস্থিত বম্বে হাইকোর্ট। তাই হাইকোর্টেই যাওয়া উচিত। প্রসঙ্গত, রিপাবলিক টিভির হয়ে মামলা লড়ছেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে।

এদিকে, মুম্বই পুলিশ অভিযোগ করেছে, টিআরপি কাণ্ডের তদন্তে বাকি চ্যানেলগুলি সহযোগিতা করলেও রিপাবলিক টিভি কোনওরকম সহযোগিতা করছে না। মুম্বই পুলিশের বক্তব্য, মতপ্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে তদন্তে অভিযুক্ত কোনও ব্যক্তি তদন্ত নিয়ে যা ইচ্ছা মন্তব্য করতে পারে। রিপাবলিক টিভির কর্মকর্তাদের সমন জারি ইস্যুতে চ্যানেলের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর আবেদনের তীব্র বিরোধিতা করেছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন-এক বছরে ‘ফকির’ মোদির সম্পত্তি বেড়েছে ৩৬ লক্ষ টাকার, শাহের কমেছে ৪ কোটি

 

spot_img

Related articles

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...

বেআইনি নির্মাণ মুম্বইয়ে! মিঠুনকে আইনি চিঠি বিএমসি-র

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে...

‘পারলে ধরে দেখাও’- দেওয়াল লিখনে পুলিশকে চ্যালেঞ্জ, আমেরিকায় জেল ভেঙে পালালো বন্দিরা!

পাঁচ শব্দের একটা বাক্য, আর তাতেই প্রশ্নের মুখে আমেরিকার মতো শক্তিধর দেশের কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। নিউ অরলিন্সে জেল...

টেস্ট অধিনায়ক হিসাবে গাভাসকরেরও পছন্দ শুভমন গিল

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত...