Monday, August 25, 2025

বলবিন্দরের স্ত্রীকে পুজো উপহার মমতার! কী দিলেন মুখ্যমন্ত্রী?

Date:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এখানেই সকলের চেয়ে আলাদা। একটু অন্যরকম। অনেক বেশি মানবিক। গত ৮ অক্টোবর বিজেপির নবান্ন অভিযানের দিন হাওড়া ময়দানের মিছিল থেকে “অবৈধ” পিস্তল-সহ গ্রেফতার হয় বলবিন্দর সিং। এখনও তিনি বিচারাধীন বন্দি। যা নিয়ে শুধু রাজ্য নয়, সর্বভারতীয় রাজনীতিতে ঝড় বইছে। গ্রেফতারের পক্ষে-বিপক্ষে, যুক্তি-পাল্টা যুক্তিতে সরগরম রাজনৈতিক মহল। এরই মাঝে একটু অন্য খবর। বলবিন্দর সিং-এর স্ত্রীকে পুজো উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

বলবিন্দর সিংয়ের স্ত্রী করমজিৎ কউরের জন্য দুর্গাপুজো উপলক্ষে একটি সালওয়ার সুট পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনটাই দাবি করেছেন আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা। টুইট করে এমনটাই জানিয়েছেন মনজিন্দর।

মনজিন্দরের আরও দাবি, বলবিন্দরকে মুক্তি দিতে রাজি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। এ প্রসঙ্গে এক টুইট বার্তায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা।

উল্লেখ্য, স্বামীকে মুক্তির আবেদন নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কলকাতায় এসেছিলেন ধৃত বলবিন্দরের স্ত্রী করমজিৎ কউর। এরপরই রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অভিযোগ তুলে নেওয়া হবে। অন্তত এমনটা দাবি,মনজিন্দর সিং সিরসার। যদিও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ এমন খবর কেউ বিবৃতি দিয়ে জানায়নি।

কিন্তু আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। টুইটে তিনি জানিয়েছেন যে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবিন্দর সিংয়ের স্ত্রী করমজিৎ কউরের জন্য দুর্গাপুজো উপলক্ষে একটি সালওয়ার সুট পাঠিয়েছেন।

আরও পড়ুন- কাপুর পরিবারে ফের বসছে বিয়ের আসর, পাত্র করিশ্মা-করিনা কাপুরের ভাই আদর

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version