Saturday, November 22, 2025

নিজের বাড়িতেই গুলিবিদ্ধ শৌর্য চক্র প্রাপ্ত বলবিন্দর সিং

Date:

Share post:

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করে একাধিকবার দেশকে রক্ষা করেছেন তিনি। কখনও লড়াই করেছেন একা। কখনও সেই লড়াইয়ে শামিল হয়েছেন তাঁর পরিবার। সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ের সাফল্যে শৌর্য চক্র পেয়েছিলেন পাঞ্জাবের বলবিন্দর সিং। নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো বলবিন্দরের।

জানা গিয়েছে, দুই ব্যক্তি বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বলবিন্দরকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ওই দুই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। বলবিন্দর সিংয়ের শরীরে ৫টি বুলেটের ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঞ্জাবের তার্ন তারান জেলায় বাড়ি বলবিন্দরের। বরাবরই সন্ত্রাসবাদীদের নিশানায় ছিলেন বলবিন্দর। তাঁর বাড়িতে নিরাপত্তারক্ষীও মোতায়েন রেখেছিল রাজ্য পুলিশ। কিন্তু কয়েক মাস আগে সেই নিরাপত্তা তুলে নেয় প্রশাসন। সেই ‘সুযোগ’কে কাজে লাগিয়েছে সন্ত্রাসবাদীরা। একটি স্কুল আছে তাঁর। জানা গিয়েছে, ওই স্কুলের দরজা ভেঙে বাড়িতে ঢোকে দুই ব্যক্তি। দরজা খুলেই গুলি চালাতে শুরু করে তারা। এরপর বাড়ির ছাদ পর্যন্ত বলবিন্দরকে ধাওয়া করে তারা। পুলিশ সুপার ধ্রুমান নিমবালে জানিয়েছেন, এফআইআর দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯০ সালের সেপ্টেম্বরে ২০০ জন সন্ত্রাসবাদীর সঙ্গে লড়াই করেন বলবিন্দর। এই লড়াইয়ে যোগ দিয়েছিলেন তাঁর স্ত্রী, ভাই এবং ভাইয়ের স্ত্রী। সরকারের দেওয়া স্টেনগান এবং পিস্তল নিয়ে লড়াইয়ে নামেন বলবিন্দর সহ তাঁর পরিবারের সদস্যরা। ওই সন্ত্রাসবাদীদের হাতে ছিল আধুনিক অস্ত্র থাকলেও শেষমেষ পিছু হটতে বাধ্য হয় তারা। প্রায় ৫ঘণ্টা লড়াই করে প্রাণে বাঁচে সিং পরিবার। সে কারণেই শৌর্য চক্র পুরস্কার পান বলবিন্দর।

আরও পড়ুন:‘কেউ গুলি চালাবে না বেটা’, মানবতা দিয়ে জঙ্গিকে আত্মসমর্পণ করালেন সেনা অফিসার

spot_img

Related articles

আফটার শক বাংলাদেশে: শনিবার ফের কেঁপে উঠল বাইপাইল

শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। ভূমিকম্পের (earthquake) জেরে আফটার শকের...

টি২০ বিশ্বকাপে সহজ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে করমর্দন করবে টিম ইন্ডিয়া?

নতুন বছরের শুরুতেই টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বিশ্বকাপ। ভারত...

ট্রাম্প কী ফ্যাসিস্ট? ট্রাম্পের সামনেই উত্তর দিয়ে ফেললেন মামদানি!

মামদানি ক্ষমতায় এলে সম্পূর্ণ সামাজিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়া শহরে বাস করতে হবে। নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচন প্রক্রিয়া...

SIR-এ কাজের চাপ: এবার আত্মহত্যায় বাধ্য হলেন মোদির রাজ্যের BLO!

বাংলায় বারবার ইনিউমারেশন ফর্ম বিলি থেকে ডিজিটাইজেশনের কাজ নিয়ে চাপের অভিযোগ করেছেন বুথ লেভেল অফিসাররা। আত্মহত্যার উদাহরণও রয়েছে...