পুজোর ছুটিতে সরকারি অফিস, ছন্দে ফিরবে ২ নভেম্বর

রাজ্য সরকারি কর্মীদের পুজোর ছুটি চালু হয়ে গেলো আজ, শনিবার থেকেই৷ প্রশাসনিক ঘোষণা অনুযায়ী, পুজোর আগে শুক্রবারই ছিলো রাজ্য সরকারি অফিসে শেষ কাজের দিন। আগেই জানানো হয়েছে এ বছর আগামী সোমবার তৃতীয়ার দিন থেকে সরকারি অফিসে ছুটি শুরু হচ্ছে। এদিকে আজ শনিবার ও কাল রবিবার সাপ্তাহিক ছুটি৷ আগামী ৩০ অক্টোবর, এ বছরের লক্ষ্মীপুজো। এই লক্ষ্মীপুজো পার করে আগামী ২ নভেম্বর থেকে ফের সরকারি দফতর খুলবে। এ বছর সব মিলিয়ে টানা ১৬ দিন টানা ছুটি পেলেন রাজ্য সরকারি কর্মীরা।

এই লম্বা ছুটির সময়ে জরুরি সরকারি কাজে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নবান্নের কন্ট্রোল রুম ২৪ ঘন্টা চালু থাকবে।
জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের একাংশ শনি ও রবিবার বাদ দিয়ে ছুটির অন্য দিনগুলোতে অফিসে আসবেন। পালা করে ডিউটি-রোস্টার তৈরি হয়েছে। রাজ্য সরকার আগেই জানিয়েছে, করোনা, আইন শৃঙ্খলা এবং বিপর্যয় মোকাবিলার কাজে যুক্ত কর্মী- আধিকারিকরা পুজোর সময় ছুটি নিতে পারবেন না। পরে এই ছুটি তাঁরা পাবেন৷

আরও পড়ুন-বেলেঘাটা বিস্ফোরণ: রাজ্যপালের কাছে ফের বিজেপি

 

Previous articleবেলেঘাটা বিস্ফোরণ: রাজ্যপালের কাছে ফের বিজেপি
Next articleটেন্ডার দুর্নীতিকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ পুরুলিয়ায়, আহত ৫