কোভিড সংক্রান্ত বিধিনিষেধ মেনেই দুর্গাপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

শুরু দুর্গোৎসব। আজ দ্বিতীয়া। মা এসেছেন। বিশ্ব জুড়ে অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এখনও। ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। তার মধ্যেই রাজ্য জুড়ে উৎসবের মরসুম। শুধু রাজ্যে নয় দেশের বাইরেও দুর্গোৎসব হয়। চলতি বছরেও হচ্ছে তবে কোভিড পরিস্থিতির মধ্যে বিধিনিষেধ মেনে। করোনা পরিস্থিতির মধ্যেও একের পর এক দুর্গাপুজো উদ্বোধন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে। আবার কখনও নিজে মণ্ডপে গিয়ে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসবেকে স্বাগত জানাতে আজও মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন বডিগার্ড লাইন, আলিপুর সার্বজনীন, কোলাহল, সুরুচি সংঘ, ২২ পল্লি, বকুলবাগান, প্রিয়নাথ মল্লিক, অবসর, গোলমাঠ, পদ্মপুকুর, চক্রবেড়িয়া, ভবানীপুর ৭৫ পল্লি, ৭৬ পল্লি, বাটাম ক্লাব, যুব মৈত্রী, কালীঘাট শ্রী সংঘ, ৬২ পল্লি, আলিপুর ৭৮ পল্লি, আলিপুর সকল পল্লি সমিতি, স্বাধীন সংঘ ,শান্তি কমিটি দুর্গাপুজা,অগ্রদূত উদয়ন সংঘ, অকাল বোধন ক্লাব সহ আরও অন্যান্য দুর্গাপুজোর।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর থেকে একের পর এক দুর্গাপুজোর উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- জ্বর নেই-সিটি স্ক্যান রিপোর্টে মেলেনি সমস্যা, ভালো আছেন দিলীপ ঘোষ

Previous articleমধ্যবর্তী নয়, ফ্রেশ নির্বাচন চায় বিএনপি
Next articleহাসপাতালের বেডে উঠে বসলেন, এভাবে চললে বাড়ি ফেরা শুধু সময়ের অপেক্ষা সৌমিত্রর