বন্যাকবলিত তেলেঙ্গানার পাশে মমতা, বাংলার তরফে ত্রাণ তহবিলে দু’কোটি টাকা

ভয়ঙ্কর বন্যার কবলে তেলেঙ্গানা। গত কয়েক দিনে বিধ্বস্ত জনজীবন। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এবার সেই রাজ্যের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে চিঠি দিয়ে নিজের উৎকণ্ঠার কথা জানান মমতা। একইসঙ্গে জানান, রাজ্য সরকারের তরফ থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দু’কোটি টাকা দিতে চান তিনি।

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “কয়েক মাস আগেই সুপার সাইক্লোন আমফানে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলা। প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হলে কী পরিস্থিতি হয়। কী পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার রাজ্য যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। আমরা আপনাদের সমব্যথী। বাংলার ভাই-বোনেদের তরফ থেকে তেলেঙ্গানার এই সংকটের সময় এই অনুদান দিতে চাই”।

সব সময় অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপদের দিনে যেমন তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, তেমনি তাঁদের সাফল্যে বা জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেন না বাংলার মুখ্যমন্ত্রী। আর তাঁর এই আন্তরিক ব্যবহারই তাঁকে সারাদেশে জনপ্রিয় করেছে।

আরও পড়ুন- ফের শারীরিক অবস্থার অবনতি, মারাত্মক স্নায়ুর সমস্যায় ভুগছেন সৌমিত্র

Previous articleবাংলা শিক্ষা পোর্টাল থেকে বঞ্চিত মাদ্রাসা! কাঠগড়ায় স্কুল পরিদর্শক
Next article“ই-পাস”র টাকা ফেরৎ দেওয়ার সিদ্ধান্ত ফোরাম ফর দুর্গোৎসবের