পৃথিবীর দিকে ২৬ হাজার মাইল প্রতি ঘণ্টা গতিতে ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু!

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকার এক গ্রহাণু। নাসা জানিয়েছে, পৃথিবীর কক্ষপথের খুব কাছ দিয়ে উড়ে যাবে এই গ্রহাণু।
গ্রহাণুটির নাম ২১৬২৫৮(২০০৬ডব্লুএইচ১)। ২০০৬ সালে এই গ্রহাণুটি দেখা গিয়েছিল। ২০ ডিসেম্বর রাত পৌনে ন-টা নাগাদ পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে। এই মুহূর্তে ২৬ হাজার মাইল প্রতি ঘণ্টা গতিতে ছুটে আসছে ওই গ্রহাণু।
নাসার দেওয়া তথ্য অনুযায়ী, এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও অনেক বড় একটি প্রস্তর খণ্ড ছুটছে সেকেন্ডে ৫.২ কিলোমিটার গতিতে। ১১ হাজার ২০০ মাইল প্রতি ঘণ্টা বেগে ওই অতিকায় চেহারার পাথরটি ছুটে যাওয়া নিয়ে সতর্ক রয়েছেন বিজ্ঞানীরা। মহাজাগতিক এই পাথরটির নাম রাখা হয়েছে রক ১৬৩৩৪৮। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকেও এর দিকে নজরদারি চলছে।

আরও পড়ুন- পুজো-রায় ঘোষণার দিনেই সংক্রমণে বাংলায় নতুন রেকর্ড! মৃত্যুও ৬৩
বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি একটি এটেন অ্যাস্টেরয়েড বা গ্রহাণু। যার পুরোটাই একটি পাথরখণ্ড। যদিও এটা প্রথম নয়, বিশ্বের গা ঘেঁষে আগেও অনেক গ্রহাণু ছুটে বেরিয়ে গেছে। যা একটা সময় অন্তর ঘুরে ঘুরে ফিরেও আসে। আপাতত বিজ্ঞানীরা রক ১৬৩৩৪৮-এর গতিবিধির দিকে নজর রাখছেন।

Previous articleপুজো-রায় ঘোষণার দিনেই সংক্রমণে বাংলায় নতুন রেকর্ড! মৃত্যুও ৬৩
Next articleBig breaking: বিজেপিতে অনাস্থা, পাল্টা দল নিয়ে রাজনীতিতে হিন্দু সংহতি