কথা রাখলেন রাহুল, স্বজনহারানো দুই বোনকে বাড়ি দিলেন

প্রতিশ্রুতি রক্ষা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বন্যা ও ধসে স্বজনহারানো কেরলের দুই বোনকে নতুন বাড়ি উপহার দিলেন। এক বছর পরে হলেও নিজের কথা রাখলেন ওয়েনাডের সাংসদ। তিনদিনের কেরল সফরে সোমবার পড়ুয়া দুই বোনের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন তিনি।

আরও পড়ুন- নারাইনকে মাঠে নামানোর তোড়জোড়, নাইটশিবিরের নতুন অতিথি টিম শেফার্ট!

গত বছরের অগাস্টে এক ভয়াবহ ধসে সর্বস্ব হারিয়েছিলেন কেরলের কভলপ্পারা এলাকার দুই ছাত্রী কাব্যা এবং কার্তিকা। স্বজন ও ঘরবাড়ি, সবই খুইয়েছিলেন তাঁরা। লাগাতার বৃষ্টিতে গত অগস্টে কভলপ্পারা এলাকার একটি পাহাড় হেলে পড়ে। বৃষ্টির জেরে বন্যার পাশাপাশি ওই এলাকায় প্রবল ধস নামে। সেই দুর্যোগে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে কাব্যাদের আত্মীয়রাও ছিলেন। এই বিপর্যয়ের পর থেকে টানা হস্টেলে থেকেই পড়াশোনা চালাচ্ছিলেন ওই দুই বোন। প্রাকৃতিক দুর্যোগের পরেই কেরলের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন ওয়েনাডের সাংসদ রাহুল। সেই সময়ই দুই বোনের সঙ্গে দেখা করেন তিনি। ওই ছাত্রীদের নতুন বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেন। বছরখানেক পরে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন ওয়েনাডের সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল। নতুন বাড়ি উপহার দিলেন পড়ুয়া দুই বোনকে।

 

Previous articleনারাইনকে মাঠে নামানোর তোড়জোড়, নাইটশিবিরের নতুন অতিথি টিম শেফার্ট!
Next articleপুজো-রায় ঘোষণার দিনেই সংক্রমণে বাংলায় নতুন রেকর্ড! মৃত্যুও ৬৩