Friday, November 14, 2025

বিধি মেনে ভক্তদের জন্য এবার খুলে গেল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

Date:

করোনার জেরে দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে সচল হয়ে উঠেছে দেশ। দেশব্যাপী লকডাউনের সময় থেকেই ভক্তদের জন্য বন্ধ রাখা হয়েছিল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ‌। আনলক পর্বে গত অগাস্ট মাস থেকে মন্দির খোলা থাকলেও সাধারণের অনুমতি ছিল না গর্ভগৃহে প্রবেশের। অতঃপর মহাষষ্ঠীর পুণ্যলগ্নে সেই গর্ভগৃহ এবার জনসাধারণের জন্য খুলে দিল মন্দির কর্তৃপক্ষ। যদিও গর্ভগৃহে প্রবেশের জন্য একাধিক নির্দেশিকা পালন করতে হবে ভক্তদের।

কালীঘাট মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এখন থেকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন সাধারণ ভক্তরা। এক্ষেত্রে অবশ্যই মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ। জানা গিয়েছে, মন্দিরে প্রবেশের জন্য মুখে মাস্ক থাকাটা ভীষণভাবেই বাধ্যতামূলক। নির্দিষ্ট সময় মেনে কয়েকজন মাত্র প্রবেশ করতে পারবেন মন্দিরের ভিতরে। তারা বেরিয়ে এলে আবার তত জনই প্রবেশের অনুমতি পাবেন। পাশাপাশি ছয় ফুটের দূরত্ব থাকাটা বাধ্যতামূলক। ছাড়াও মন্দিরের অভ্যন্তরে প্রবেশের জন্য ভক্তদের একটি স্যানিটাইজেশন টানেলের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে।

আরও পড়ুন: বিনামূল্যে করোনা ভ্যাকসিন, বিহারের নির্বাচনী ইস্তেহারে চমক বিজেপির

পাশাপাশি কালীঘাট মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে গর্ভ গৃহে ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভক্তদের প্রবেশ করতে দেওয়া হবে। এর পর ফের বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত প্রবেশের অনুমতি থাকবে। মন্দির কর্তৃপক্ষের তরফে আপাতত বিজয়া দশমী পর্যন্ত এই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপর ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে কিনা তা পরিস্থিতির ওপর পর্যালোচনা করবে মন্দির কর্তৃপক্ষ। প্রসঙ্গত, দীর্ঘ লকডাউনের পর আনলক পর্বে গত অগাস্ট মাস থেকে মন্দির খুললেও গর্ভ গৃহে প্রবেশের অনুমতি ছিল না সাধারণের জন্য। তখন নাটমন্দির থেকে দেবী দর্শন করতে হতো ভক্তদের। আপাতত কিছুদিনের জন্য হলেও সে বাধা টপকে গর্ভগৃহ পর্যন্ত যাওয়ার অনুমতি পাবেন ভক্তরা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version