Sunday, November 16, 2025

“রাজ্যের লিভিং স্টেটসম্যান”, সাক্ষাতের পর বুদ্ধদেবকে নিয়ে মন্তব্য রাজ্যপালের

Date:

অষ্টমীর বিকেলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের বাড়িতে সস্ত্রীক গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার আগে বেলুড় মঠে গিয়েছিলেন ধনকড়। সেখান থেকেই সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্ষের বাড়িতে যান তিনি।

প্রায় আধ ঘন্টা বুদ্ধবাবুর বাড়িতে থাকার পর বাইরে বেরিয়ে
রাজ্যপাল সাংবাদিকদের জানান, এটা একান্তই ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎকার ছিল। দীর্ঘদিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী অসুস্থ। তাই একবার দেখে গেলেন। এছাড়াও তিনি জানান, বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে তাঁর মাঝেমধ্যে কথা হয়। তখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। এবার সরাসরি দেখে গেলেন।

তবে রাজ্যপাল এদিন আরও জানান, রাজ্যের সাম্প্রতিক আইন ও অন্য রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাঁর সঙ্গে বুদ্ধবাবুর কিছু কথা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বুদ্ধবাবুর দারুণ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তাই তাঁর সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলা সঙ্গত বলেই মনে করেছেন তিনি।

আরও পড়ুন : মহাষ্টমীতে নিরন্ন শিশুদের অন্ন দিয়ে আনন্দে মাতলো এক ঝাঁক তরুণ-তরুণী!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে ধনকড় জানান,
শ্বাসকষ্ট থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যের চোখের সমস্যা আগের থেকে কিছুটা ভাল আছে। সবশেষে রাজ্যপাল বলেন, বুদ্ধবাবু এই রাজ্যের লিভিং স্টেটসম্যান। বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

অবশ্য এই প্রথম নয়। এর আগেও বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল। গতবছর রাজ্যপাল হয়ে বাংলায় আসার পর পরই বুদ্ধদেববাবুর সঙ্গে দেখা করেছিলেন তিনি।

ফাইল ছবি

অন্যদিকে, বেলুড় মঠে গিয়ে রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোয় যেসব নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্ট জারি করেছে, সেই রায়কে স্বাগত জানান ধনকড়।

আরও পড়ুন : কং-বাম জোটে ফের অনিশ্চয়তা, অধীর চৌধুরির প্রশ্নে খুশি নন বিমান বসু

বেলুড় মঠ থেকে দেবী দুর্গার দর্শন সেরে বাইরে বেরিয়ে রাজ্যপাল বলেন, মা দুর্গার কাছে দ্রুত এই কঠিন সময় কাটিয়ে দেওয়ার প্রার্থনা করেছেন। দেবী অশুভ শক্তির বিনাশকারী। তাঁর কৃপায় খুব শীঘ্রই এই বিপদ থেকে মানুষ মুক্তি পাবে বলেই বিশ্বাস করেন রাজ্যপাল।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version