Thursday, August 21, 2025

ভালো আছেন কপিল, ছবি পোস্ট করে ধন্যবাদ জানালেন শুভাকাঙ্ক্ষীদের

Date:

Share post:

দুশ্চিন্তার আর কোনও জায়গা নেই। ভালো আছেন কপিল দেব। সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। দেশের হয়ে প্রথম বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের অ্যাঞ্জিওপ্লাস্টি সফল হয়েছে। শনিবার সকালে হাসপাতালের বেডে শুয়ে হাসিমুখে একটি ছবিও পোস্ট করলেন হরিয়ানার হ্যারিকেন। পাশাপাশি পাশে থাকার জন্য শুভানুধ্যায়ীদের জানালেন ধন্যবাদ। এদিন যে ছবি কপিল দেব পোস্ট করেছেন তাতে হাসিখুশি এবং বেশ সুস্থ দেখা গিয়েছে তাঁকে।

প্রসঙ্গত শুক্রবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে কপিল দেবের হাসপাতলে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপরই রীতিমতো উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর অনুগামীরাঅনুগামীরা। দেশজুড়ে কপিল দেবের সুস্থতা কামনা করেন তাঁর শুভাকাঙ্খীরা। এরপর শনিবার সোশ্যাল মিডিয়ায় কপিল দেবের এই ছবি প্রকাশ্যে আসার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষ। পাল্টা কপিল দেবও লিখেছেন, ‘আমি ভালো আছি এবং দ্রুত সুস্থতার পথে। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই আমার পরিবার। আবার গলফ খেলার অপেক্ষায় রয়েছি।’

গতকাল আচমকা বড়সড় হার্ট অ্যাটাক হওয়ার পর ৬১ বছর বয়সী কপিলকে দ্রুত দিল্লির ফর্টিস এসকর্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে বর্তমানে তিনি স্থিতিশীল আগামী কয়েকদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন ‘‌হরিয়ানা হ্যারিকেন’‌।‌ চলতি বছরে আইপিএল ২০২০-তেও বিশেষজ্ঞ হিসাবে কাজ করছিলেন কপিল দেব। সেই সঙ্গে প্রাক্তন এই ভারতীয় অধিনায়ক জড়িত ছিলেন ডায়াবেটিস রোগীদের নিয়ে বিভিন্ন কর্মসূচিতেও।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...