কোভিড নিয়ে কোন কবিতা লিখলেন শ্রীজাত?

বাবুমশাই কোভিড

পৃথক কি হয় বাতাস, যখন প্রেমই আবহবিদ?
মহাষ্টমীর সকালবেলায় ঘরে এলেন কোভিড।

পাঁজরে নেই দাঁড়ের শব্দ। আজও রেলায় চলি,
পুজো বলতে যৎসামান্য মেডিসিনাঞ্জলি।

একঘরে তো ছিলাম আগেই, এখন সেথায় বসত।
চিন্তা কীসের? মজুত আছে দিন দশেকের রসদ।

বাকি সবাই সুস্থ, একা আমিই ধনাত্মকী
মুখোশ যখন আছেই, তখন মুখের কথায় ঠকি!

বউ-বরে বেশ মিলেছে মন, এখন দু’জন সমান
তাই বলি রোজ, সময় থাকতে মধুর স্মৃতি জমান।

ভবিষ্যতের ধার কে ধারে, আমি অতীতলোভী –
চিন্তা কীসের? সঙ্গে আছেন বাবুমশাই কোভিড!

আরও পড়ুন : সুগন্ধিতে আজও নস্টালজিক বাগবাজারের গুপ্তা পারফিউম

Previous articleতিন যুবকের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাথরবাহী ট্রেনের
Next articleযা পূরণ করতে পারব, সেই প্রতিশ্রুতি দেব- ইস্তেহারে দাবি তেজস্বীর