Monday, December 22, 2025

পুরোপুরি সুস্থ, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক

Date:

Share post:

পুরোপুরি সুস্থ বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিলদেব রামলাল নিখাঞ্জ। তাঁকে আগেও দমিয়ে রাখা যায়নি। এবার তিনি প্রমাণ করলেন তাঁকে দমিয়ে রাখা যায়না। ১৯৮৩’র বিশ্বকাপ দেখিয়েছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়া ‘হরিয়ানা হ্যারিকেন’কে ছেড়ে দেওয়া হল হাসপাতাল থেকে কারণ এখন তিনি পুরোপুরি সুস্থ। টুইট করে জানালেন চেতন শর্মা।

চেতন টুইট করে জানান,”ডাঃ অতুল মাথুর কপিলজির অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ। তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।” সঙ্গে কপিল দেবের একটি ছবিও পোস্ট করেন তিনি। ছবিটিতে ‘হরিয়ানা হ্যারিকেন’এর সঙ্গে ছিলেন দিল্লির ওখলা রোডের বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক।

২৩ অক্টোবর দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ৬১ বছরের কপিলদেব। এরপরই তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাঃ অতুল মাথুর তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করেন। দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিসে ভুগছিলেন।

উল্লেখ্য, দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলেছেন কপিল। করেছেন ৫২৪৮ রান, নিয়েছেন ৪৩৪টি উইকেট। এছাড়া ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭৮৩ রান করেন। তবে তাঁর কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হল ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জয়। এরপর ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন তিনি।

১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক কপিলদেবের। ১৯৮৩ সালে লর্ডসে ক্রিকেট ইতিহাসের অন্যতম চমকপ্রদ ঘটনা ঘটিয়েছিল কপিলের নেতৃত্বাধীন ভারত। মাত্র ১৮৩ রানের পুঁজি নিয়ে সেই সময়ের ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বার বিশ্বকাপ জিতেছিল ভারত। ওই টুর্নামেন্টেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ রানের ঝকঝকে ইনিংসও খেলেন কপিল। ১৩১টি টেস্টে মোট ৪৩৪টি উইকেট রয়েছে কপিলের ঝুলিতে। ২২৫টি এক দিনের ম্যাচে ২৫৩টি উইকেটও পেয়েছেন তিনি। টেস্টে এই অলরাউন্ডার করেছেন ৫ হাজার ২৫৮ রান। এক দিনের ক্রিকেটে তাঁর রয়েছে ৩ হাজার ৭৮৩ রান।

আরও পড়ুন-নারিন-বরুণের ব্যাট-বলে মরুঝড়! বেসামাল দিল্লি

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...