Thursday, August 28, 2025

মধ্যবিত্তের কপালে ভাঁজ, উৎসবের মরশুমে সেঞ্চুরি করতে চলল পেঁয়াজের দাম

Date:

উৎসবের মরশুমে বাড়ছে পেঁয়াজের দাম। সেঞ্চুরি করতে চলেছে পেঁয়াজের দাম। প্রতিদিনই গড়ে ৫ থেকে ১০ টাকা বাড়ছে। ফলে মধ্যবিত্তের কপালে ভাঁজ। সপ্তমীতে খুচরো বাজারে পেঁয়াজ এর দাম গেছে ৮৫ টাকা প্রতি কেজি। অষ্টমীতে পেঁয়াজ ৯০ টাকা প্রতিকেজি দাম হয়েছে। ব্যবসায়ীদের ধারণা দশমীর দিন পেঁয়াজের দাম হতে পারে ১০০ টাকা প্রতি কেজি।

শনিবার বাজারে পেঁয়াজ পাইকারি আমদানি ছিল ২২০০ থেকে ২৫০০ টাকা বস্তা। আমদানি কারকদের দাবি প্রচণ্ড বৃষ্টির ফলে দক্ষিণে প্রচুর পরিমাণে পেঁয়াজ নষ্ট হয়ে যায়। সারা দেশের পাশে দাঁড়িয়েছিল মহারাষ্ট্র। বাজার বিশেষজ্ঞদের ধারণা ছিল, এতে কিছুটা হলেও ঘাটতি মিটবে। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টি ও বন্যার ফলে, পরিবহন পরিষেবা ব্যাহত হয়েছে। আবার কোনও রাজ্যে আংশিক লকডাউনের জেরে পেঁয়াজ বাজারে এসে ঠিক সময়ে পৌঁছাচ্ছে না। যে পেঁয়াজ বস্তায় আসছে সেখানেও পচা পেঁয়াজ পাওয়া যাচ্ছে। প্রতি ৪০ কেজির বস্তায় ৫ থেকে ১০ কেজি পচা বের হচ্ছে। স্পষ্টতই,পাইকারি বাজার থেকে খুচরো বাজারে পেঁয়াজ এর দামের অনেকটা ফারাক হচ্ছে।

যদিও পাইকারি বাজারে তিন থেকে চার ধরনের পেঁয়াজ আসছে। যে পেঁয়াজের দাম সবথেকে কম সেই পেঁয়াজে বাজারে আনছেন বিক্রেতারা। শনিবার সব থেকে নিম্ন মানের পেঁয়াজের দাম ছিল পাইকারি বাজারে ৪৮ টাকা কেজি। সেই পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৫-৯০ টাকা কেজি দরে। বাজার বিশেষজ্ঞদের মতে, খুচরো বাজারে ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হওয়া উচিত ছিল। কিন্তু তা হচ্ছে না।

আরও পড়ুন:নভেম্বরে মিলবে না রেশন, রাজ্যকে চিঠি কেন্দ্রের

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version