Sunday, May 11, 2025

পাহাড়ে বিনয়-অনীত শিবিরের মিছিল, পাল্টা প্রস্তুতি গুরুং অনুগামীদের

Date:

Share post:

কিশোর সাহা

মহানবমীর দিন ফের দার্জিলিঙের আলোচনার শিরোনাম বিমল গুরুং। কারণ, ‘গুরুংকে চাই না’ স্লোগান তুলে পাহাড়ের সোনাদা এলাকায় মিছিল করে ফেললেন বিনয় তামাং, অনীত থাপাদের সমর্থকেরা।

সূত্রের খবর, যা দূর থেকে দেখে শীঘ্রই বিমল গুরুংকে স্বাগত জানিয়ে পাল্টা মিছিলের কথা ঠারেঠারে জানিয়ে দিয়েছেন তাঁর অনুগামীরা। সেই মিছিল সোনাদা তো বটেই, কালিম্পং, দার্জিলিং ও কার্শিয়াঙেও হবে বলে সূত্রের খবর। সব মিলিয়ে পাহাড়ের রাজনীতি ফের বিমল গুরুংময় হয়ে উঠেছে।

কদিন আগেই গুরুং খুল্লমখুল্লা প্রেস কনফারেন্স করেছেন রাজ্যের রাজধানী কলকাতায়। কাজেই পুলিশ তাঁকে খুঁজছে এ কথা আর সে ভাবে বলা যাবে না। আইনজীবী ও পুলিশের অবসরপ্রাপ্তদের একাংশের মতে, ওই প্রেস কনফারেন্সের পেপার কাটিং ও ভিডিও আজালতে পেশ করলে এটা অনেকটাই স্পষ্ট করা যাবে যে পুলিশ নানা মামলায় বিমল গুরুংদের খুঁজছে না। তাতে জামিনের পক্ষে বিমল গুরুংয়ের আইনজীবীদের সওয়াল অনেক জোরদার হতে পারে।

সে যাই-ই হোক, জামিনের আবেদনে সাড়া মিললে অথবা না মিললেও যে কোনদিন দার্জিলিং পাহাড়ে হাজির হতে পারে বিমল গুরুং। তা হলে বিনয় তামাং, অনীত থাপাদের রাজপাট নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। তা নিয়ে উদ্বেগ রয়েছে বিনয় শিবিরেও। সে জন্য দেবীপক্ষেই একটা মিছিলের আয়োজন করেন বিনয়-অনীতের অনুগামীরা। রবিবার সেই মিছিল সোনাদায় দেখে বিনয় শিবিরের অনেকেই উজ্জীবিত।

কিন্তু, দার্জিলিঙের রাজনীতির ইতিহাস বলছে, ২০১০ সালের ২১ মে গোর্খা লিগ নেতা মদন তামাং খুন হওয়ার দু’দিনের মাথায় বিমল গুরুংকে পাহাড়ে ঢুকতে দেওয়া হবে না বলে ওই সোনাদায় বড় মাপের মিছিল, স্বতঃস্ফূর্ত জনসমাবেশ হয়েছিল। কিন্তু, পুলিশ পাহারায় গুরুং সপার্ষদ পাহাড়ে ঢুকেছিলেন ওই জনসমাবেশ ভেদ করেই। তার পরে গোটা পাহাড়ে যে তাঁরই রাজ চবলে সেটা ফের প্রমাণ করেছিলেন। এমনকী, ২০১৭ সালে মদন তামাং হত্যা মামলা থেকে বিমল গুরুং অব্যাহতিও পেয়েছিলেন। গুরুং অনুগামীরা দাবি করছেন, সেই ২০১০ সালের সোনাদায় যে মিছিল হয়েছিল তার তুলনায় রবিবারের জনসমাগম কিছুই নয়।

তাই গুরুং অনুগামীরা ফের পাহাড়ে কর্তৃত্ব কায়েমের জন্য বড় মাপের মিছিল করতে কোমর বেঁধে নেমেছেন।

আরও পড়ুন-দশেরায় সিএএ নিয়ে ওকালতি ভাগবতের, বুঝিয়ে দিলেন বিজেপির ‘টার্গেট’

spot_img

Related articles

কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

একবার দু'পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না।...

জঙ্গিদের শেষকৃত্যই প্রমাণ কারা মদত দিচ্ছে! নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ সেনা আধিকারিকদের

অপারেশন সিন্দুর-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে।...

বিরাটের সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত? হৈচৈ ক্রিকেটমহলে

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে...

সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন,...