Sunday, August 24, 2025

পাহাড়ে বিনয়-অনীত শিবিরের মিছিল, পাল্টা প্রস্তুতি গুরুং অনুগামীদের

Date:

Share post:

কিশোর সাহা

মহানবমীর দিন ফের দার্জিলিঙের আলোচনার শিরোনাম বিমল গুরুং। কারণ, ‘গুরুংকে চাই না’ স্লোগান তুলে পাহাড়ের সোনাদা এলাকায় মিছিল করে ফেললেন বিনয় তামাং, অনীত থাপাদের সমর্থকেরা।

সূত্রের খবর, যা দূর থেকে দেখে শীঘ্রই বিমল গুরুংকে স্বাগত জানিয়ে পাল্টা মিছিলের কথা ঠারেঠারে জানিয়ে দিয়েছেন তাঁর অনুগামীরা। সেই মিছিল সোনাদা তো বটেই, কালিম্পং, দার্জিলিং ও কার্শিয়াঙেও হবে বলে সূত্রের খবর। সব মিলিয়ে পাহাড়ের রাজনীতি ফের বিমল গুরুংময় হয়ে উঠেছে।

কদিন আগেই গুরুং খুল্লমখুল্লা প্রেস কনফারেন্স করেছেন রাজ্যের রাজধানী কলকাতায়। কাজেই পুলিশ তাঁকে খুঁজছে এ কথা আর সে ভাবে বলা যাবে না। আইনজীবী ও পুলিশের অবসরপ্রাপ্তদের একাংশের মতে, ওই প্রেস কনফারেন্সের পেপার কাটিং ও ভিডিও আজালতে পেশ করলে এটা অনেকটাই স্পষ্ট করা যাবে যে পুলিশ নানা মামলায় বিমল গুরুংদের খুঁজছে না। তাতে জামিনের পক্ষে বিমল গুরুংয়ের আইনজীবীদের সওয়াল অনেক জোরদার হতে পারে।

সে যাই-ই হোক, জামিনের আবেদনে সাড়া মিললে অথবা না মিললেও যে কোনদিন দার্জিলিং পাহাড়ে হাজির হতে পারে বিমল গুরুং। তা হলে বিনয় তামাং, অনীত থাপাদের রাজপাট নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। তা নিয়ে উদ্বেগ রয়েছে বিনয় শিবিরেও। সে জন্য দেবীপক্ষেই একটা মিছিলের আয়োজন করেন বিনয়-অনীতের অনুগামীরা। রবিবার সেই মিছিল সোনাদায় দেখে বিনয় শিবিরের অনেকেই উজ্জীবিত।

কিন্তু, দার্জিলিঙের রাজনীতির ইতিহাস বলছে, ২০১০ সালের ২১ মে গোর্খা লিগ নেতা মদন তামাং খুন হওয়ার দু’দিনের মাথায় বিমল গুরুংকে পাহাড়ে ঢুকতে দেওয়া হবে না বলে ওই সোনাদায় বড় মাপের মিছিল, স্বতঃস্ফূর্ত জনসমাবেশ হয়েছিল। কিন্তু, পুলিশ পাহারায় গুরুং সপার্ষদ পাহাড়ে ঢুকেছিলেন ওই জনসমাবেশ ভেদ করেই। তার পরে গোটা পাহাড়ে যে তাঁরই রাজ চবলে সেটা ফের প্রমাণ করেছিলেন। এমনকী, ২০১৭ সালে মদন তামাং হত্যা মামলা থেকে বিমল গুরুং অব্যাহতিও পেয়েছিলেন। গুরুং অনুগামীরা দাবি করছেন, সেই ২০১০ সালের সোনাদায় যে মিছিল হয়েছিল তার তুলনায় রবিবারের জনসমাগম কিছুই নয়।

তাই গুরুং অনুগামীরা ফের পাহাড়ে কর্তৃত্ব কায়েমের জন্য বড় মাপের মিছিল করতে কোমর বেঁধে নেমেছেন।

আরও পড়ুন-দশেরায় সিএএ নিয়ে ওকালতি ভাগবতের, বুঝিয়ে দিলেন বিজেপির ‘টার্গেট’

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...