অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে নেই রোহিত ও ইশান্ত, চমক লোকেশ রাহুল

আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সোমবার ডিসেম্বরের অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। জাতীয় নির্বাচকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেস্ট, ওয়ান ডে ও টি-২০, তিনটি সিরিজের জন্যই আলাদা আলাদা দল ঘোষণা করেছেন।
অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের জন্য ঘোষিত দলে চমক লোকেশ রাহুল। ২০১৯ -এর সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলেছিলেন। দেশের হয়ে পাঁচ দিনের ফর্ম্যাটে ধারাবাহিকতা দেখাতে না পারার কারণে বাদ পড়েন। কিন্তু পরবর্তী সময় সাদা বলের ক্রিকেট ভারতীয় দলে রাহুল এখন অপরিহার্য। আইপিএলেও এখন পাঁচশোর বেশি রান হাঁকিয়ে কমলা টুপির মালিক।
তবে দলে নেই রোহিত শর্মা ও ইশান্ত শর্মা ৷ যদিও তাঁরা BCCI-এর মেডিকেল দলের পর্যবেক্ষণে থাকবেন ৷
অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-20 ম্যাচের জন্য ভারতীয় দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন লোকেশ রাহুল ৷ এবং টেস্টে সহ অধিনায়কের দায়িত্ব থাকছে অজিঙ্কা রাহনের হৃতেই ৷
16 সদস্যের টি-20 দলে বড় চমক বরুণ চক্রবর্তী ৷ বাদ পড়েছেন ঋষভ পন্থ ৷

টি-20 দল

বিরাট কোহলি ( অধিনায়ক ), শিখর ধাওয়ান, ময়ঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল ( সহ অধিনায়ক ও উইকেট রক্ষক), শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, নভদীপ সাইনি, দীপক চাহার ও বরুণ চক্রবর্তী ৷

15 সদস্যের ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন শুভমন গিল ৷
ওয়ানডে দল

বিরাট কোহলি ( অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, লোকেশ রাহুল( সহ অধিনায়ক ও উইকেট রক্ষক), শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, হার্দিক পান্ডিয়া, ময়ঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, নভদীপ সাইনি ও শার্দুল ঠাকুর ৷

টেস্ট দল

বিরাট কোহলি (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সিরাজ৷
এছাড়া কমলেশ নাগরকোটি, কার্তিক ত্যাগী, ঈশান পোড়েল ও টি নটরাজন ভারতীয় দলের সঙ্গে অতিরিক্ত বোলার হিসেবে অস্ট্রেলিয়া সফরে যাবেন ৷
অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে, তিনটি টি-20 ও চারটি টেস্ট ম্যাচ খেলবে ভারত ৷

Previous articleসব বিদ্রোহের ইতি, সকালেই দিলীপের বাড়িতে গিয়ে ক্ষমা চাইলেন সৌমিত্র
Next articleনাঃ! এবারও বিজেপি রাজ্যসভা দিল না মুকুলকে