Wednesday, November 5, 2025

মোদির ‘ফিতে-কাটা’ পুজোয় গরহাজির থেকে দলে প্রশংসায় ভাসলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

দুরন্ত সাহস দেখালেন দিলীপ ঘোষ৷

যে পুজোর উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই পুজোর ছায়াও মাড়ালেন না রাজ্য বিজেপির সভাপতি৷ শুধু দিলীপবাবুই নয়, পুজোর আসরে দেখা যায়নি বঙ্গ-বিজেপির অভ্যন্তরে ‘দিলীপ-পন্থী’ হিসেবে পরিচিত নেতাদেরও৷ আবার শুধুই দিলীপ- অনুগামীরাই যে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নয়, রাজ্য সভাপতির সঙ্গে তথাকথিত সখ্য না থাকা প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহাও গরহাজির ছিলেন বিজেপি’‌র পুজো উদ্বোধনে। যথেষ্ট সাহস, দৃঢ়প্রত্যয় এবং Guts না থাকলে এমন সিদ্ধান্ত নেওয়া যায় না৷ কারন, পুজোর উদ্বোধক নরেন্দ্র মোদি৷

বিজেপি’র দুর্গাপুজোয় অনেক হেভিওয়েট নেতাই গরহাজির ছিলেন৷সম্ভবত, মুকুল রায়, বিজয়বর্গীয়রা এই পুজোর উদ্যোক্তা হওয়ায় অনেক চেনা মুখকেই দেখা যায়নি৷ দিলীপবাবুদের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সাহসী৷ রাজনীতিতে বিরল বিশেষ এক কারনে৷ মমতা বন্দ্যোপাধ্যায় যে পুজোর উদ্বোধন করেছেন, সেই পুজো বয়কট করেছে রাজ্য তৃণমূল অথবা সোনিয়া গান্ধীর উদ্বোধন করা পুজোর ত্রিসীমানায় ঢুকলেন না অধীর চৌধুরি, এমন ঘটনা ভাবা’ও বোকামি, এমন ঘটনাও অসম্ভব৷ অথচ, অবলীলায় সে কাজ করে দেখালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷

দল হিসাবে বিজেপি কোনও পুজোর আয়োজক হতে পারেনা৷ শুরু থেকে এমনই বলেছিলেন দিলীপ ঘোষ৷ বলেছিলেন, দলের সভাপতি হিসেবে দলের এমন কোনও কর্মসূচির কথা তিনি জানতেন না৷ সেকারনেই ইজেডসিসি-তে তিনি পা রাখেননি৷ প্রধানমন্ত্রী স্বয়ং ওই পুজোর উদ্বোধন করছেন জেনেও তিনি অনড় ছিলেন নিজের সিদ্ধান্তে৷ প্রধানমন্ত্রীর ভারচুয়াল উপস্থিতি সত্ত্বেও দিলীপ ঘোষ এবং টিম-দিলীপ গরহাজির-ই ছিলেন৷

দিল্লির বার্তা, বিভাজনের স্থান নেই, ভোটের মুখে, সবাইকে একসঙ্গে চলতে হবে৷ কিন্তু তেমন হলো না৷ প্রকট হলো গোষ্ঠীদ্বন্দ্ব৷ যে পুজো উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী, সেই পুজোরই এই ছবি৷ পুজো ঘোষণার মুহুর্ত থেকেই দিলীপ ঘোষ এই আয়োজনে আপত্তি জানিয়েছিলেন৷ কিন্তু সেই আপত্তিতে কাজ হয়নি৷ উল্টে এই পুজোর সঙ্গে যুক্ত হয়ে পড়লেন নরেন্দ্র মোদি৷ তা সত্ত্বেও দিলীপবাবুরা ঘোষিত অবস্থান থেকে সরেননি৷ এই দৃঢ়তা প্রদর্শন সহজ কথা নয়৷ মোদিজি এই পুজোর ‘ফিতে কাটবেন’ জেনেও রাজ্য সভাপতিকে টলানো যায়নি৷

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিলীপবাবুদের এই ভূমিকায় স্পষ্ট হয়েছে বঙ্গ-বিজেপির সর্বাঙ্গেই এখন কোন্দলের পদ্মকাঁটা ফুটে আছে৷ তবুও রাজ্য রাজনীতিতে সত্যিই নতুন এক নজির তৈরি করেছেন দিলীপ ঘোষ৷

spot_img

Related articles

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...