করোনা আবহে বিহারে ভোট, অসতর্ক ভোটাররা

করোনা আবহাওয়ায় মধ্যে প্রথম নির্বাচন বিহারে। প্রশাসনের কাছে এটা অ্যাসিড টেস্ট। কীভাবে সংক্রমণ বাঁচিয়ে ভোটগ্রহণ করা যায় তার প্রথম হাতে-কলমে কলমে পরীক্ষা হচ্ছে বিহারের প্রথম দফার নির্বাচনেই।
প্রতিটি বুথে থার্মাল স্ক্যানার, হ্যান্ড স্যানিটাইজার, সাবানের ব্যবস্থা রয়েছে। বুধবার ভোটার সংখ্যা প্রায় ২.১৪ কোটি। তাঁদের মধ্যে ১.০১ কোটি মহিলা।

আরও পড়ুন- দ্বিতীয় ময়নাতদন্তের দাবিতে বিজেপির ধর্ণা

সংক্রমণের কথা মাথায় রেখে এক একটি বুথে সর্বাধিক ভোটার সংখ্যা ১ হাজার ৬০০ থেকে কমিয়ে ১ হাজার করা হয়েছে। ২৪৩ আসনের বিহার বিধানসভার ৭১টি আসনে ভোটগ্রহণ হবে। ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ৬৬ জন প্রার্থীর। পোলিং অফিসাররাও নিচ্ছেন যথাযথ সুরক্ষা।
তবে অনেক এজেন্টের হাতেই গ্লাবস নেই বলে অভিযোগ।
একইসঙ্গে প্রশাসন যতই সতর্ক থাকুন না কেন, ভোটাররা অতটা সতর্ক নন। দেখা যাচ্ছে অনেক ভোটারের মুখেই নেই মাস্ক। মহিলারা শাড়ির আচল মুখে দিয়েই কোনরকমে নিয়ম রক্ষার চেষ্টা করছেন।

Previous articleদ্বিতীয় ময়নাতদন্তের দাবিতে বিজেপির ধর্ণা
Next articleবেআব্রু বিজেপির ঘর সামলাতে উত্তরবঙ্গের মাঠে নামছেন রাজ্যপাল