Monday, January 12, 2026

মারাঠি ভাষাকে অপমান, চাপের মুখে নবনির্মাণ সেনার কাছে ক্ষমা চাইলেন কুমার শানু-পুত্র জান

Date:

Share post:

অভিযোগ, মারাঠি ভাষাকে অপমান করা হয়েছে৷

এই ইস্যুতে প্রবল চাপ৷ শেষপর্যন্ত, চাপের মুখে MNS বা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কাছে ক্ষমা চাইলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার শানুর পুত্র জান৷

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা হুমকি দিয়েছিলো, ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে বন্ধ করে দেওয়া হবে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সম্প্রচার। কুমার শানুর ছেলে জান-কুমার শানুকে এমনই হুমকি দিয়েছিল নবনির্মাণ সেনা৷ চাপের মুখে পড়ে জান অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হলেন।

আরও পড়ুন : মাঠে থেকেও অন্তঃসত্ত্বা অনুষ্কার উপর নজর বিরাটের, জানতে চাইলেন খেয়েছেন কিনা

সমস্যার সূত্রপাত, বিগ বস ১৪-র শোয়ে জানের একটি মন্তব্য নিয়ে। সেখানেই বিগ বস-এর অন্য এক প্রতিযোগী নিকিতা তাম্বোলির সঙ্গে কথা বলতে গিয়ে জান বলেন, তাঁর সঙ্গে যেন মারাঠিতে কথা না বলেন। তাঁর সঙ্গে কথা বলতে হলে যেন হিন্দিভাষাতেই বলেন। শুধু তাই নয়, মারাঠিতে তাঁর সামনে কথা বললে, তাঁর অস্বস্তি হয় বলেও নাকি মন্তব্য করেন জান কুমার শানু।

এতেই ক্ষেপেছে নবনির্মাণ সেনা৷ কুমার শানু-পুত্র জানের এমন কথা শুনে বেজায় চটে যায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। মহারাষ্ট্রে বসবাস করে কীভাবে মারাঠি ভাষাকে অপমান করতে পারেন জান? সেই প্রশ্ন তুলে শানু-পুত্রকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার হুমকি দেওয়া হয় দলের তরফে। নবনির্মাণ সেনার কথায়, “মহারাষ্ট্রের গোরেগাঁওতে-ই চলছে বিগ বস ১৪-র শ্যুটিং। ওই শ্যুটিং বন্ধ করা হবে৷ মারাঠি ভাষার অপমান কোনওমতে সহ্য করা হবে না। মহারাষ্ট্রে থাকতে গেলে মারাঠি ভাষাকে সম্মান করতে হবে।” MNS-এর তরফে বলা হয়, জান যদি ক্ষমা না চান, তাহলে বিগ বস ১৪’র সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন : আসানসোলের বাড়িতে বিয়ে সারলেন অর্ণব – সুনিধী, ছিলেন সৃজিৎ ও মিথিলাও

ছেলের এমন মন্তব্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে দেখে তাঁর মা মুখ খোলেন। বলেন, “৩৫ বছর ধরে যে রাজ্যে তাঁরা বসবাস করছেন, সেই রাজ্যকে কীভাবে তাঁরা অপমান করতে পারেন?”

এই কথায় চিঁড়ে ভেজেনি! শেষ পর্যন্ত ক্ষমা চাইতেই হয় জানকে। ক্ষমাপ্রার্থনা করে জান বলেছেন, “ইচ্ছে করে মারাঠি ভাবাবেগকে আমি আঘাত করতে চাইনি। তবে আমার বলা কথার জন্য কেউ যদি আঘাত পান, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমার জন্যে বিগ বস শো-কে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে বলেও আমি দুঃখপ্রকাশ করছি”৷ পাশাপাশি মহারাষ্ট্রকেও নমস্কার জানান তিনি।

spot_img

Related articles

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...