Friday, August 22, 2025

মৃত্যু হল গড়ফার প্রতিবাদী প্রৌঢ়ের। দুর্গাপুজোর ষষ্ঠীর সকালে দক্ষিণ কলকাতার গড়ফার মণ্ডলপাড়ায় মদ্যপানের আসর বসেছিল। সেখানে ছিল এক কিশোরও। বাড়ির লোক জানতে পেরে কিশোরটিকে আনতে যান। অভিযোগ, সেই সময় বাধা দেন মত্ত যুবকরা। যদিও স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় সেই সময় কিশোরটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় তার পরিবার। কিন্তু সেই দিন রাতে ফের ঝামেলা বাঁধে। অভিযোগ ওই কিশোরের মামা আকাশ বাহাদুরকে মণ্ডলপাড়ার রাস্তায় আটকে মারধর করে ওই মদ্যপ যুবকেরা। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কানাই নস্কর নামে স্থানীয় এক প্রৌঢ়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার, হাসপাতালে মৃত্যু হয় কানাই নস্করের। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে মণ্ডলপাড়া এলাকা।

ষষ্ঠীর রাতের ঘটনায় আকাশ বাহাদুর ও কানাই নস্কর ছাড়াও দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন অনেক স্থানীয় বাসিন্দা। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কানাই নস্করকেও ছেড়ে দেওয়া হয়। এরপর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু বৃহস্পতিবার বিকেলে ফের অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার রাতে প্রৌঢ়ের মৃত্যু হয়।

সেই খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হতে শুরু করে গড়ফা এলাকা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। যদিও দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় থানা।

আরও পড়ুন-মণীশ খুনের ঘটনায় পাঞ্জাব থেকে গ্রেফতার আরও ২ শার্প শ্যুটার

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version