কোভিড আক্রান্তদের বাড়িতে নোটিশ? শুনানি শীর্ষ আদালতে

কোভিড আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে নোটিশ টাঙানো নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্টে। ৫ নভেম্বর শীর্ষ আদালতে এ বিষয়ে শুনানি হবে।

আরও পড়ুন: বেনজির পদক্ষেপ, বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বাংলায় শিল্প সম্মেলন করবে বিজেপি

হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগীদের বাড়ির বাইরে সংশ্লিষ্ট আধিকারিকের নোটিশ টাঙানোর বিষয়টি কতটা যুক্তিযুক্ত- এই নিয়ে মামলা দায়ের হয়। প্রশ্ন ওঠে, এতে কোভিড আক্রান্ত ব্যক্তি ও তাঁর পরিবার সামাজিক ভাবে হেনস্থার শিকার হচ্ছেন। এতে তাঁদের সম্মানহানি হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এই বিষয়টি নিয়েই ৫ তারিখ শুনানি হবে শীর্ষ আদালতে। এই বিধি পরিবর্তন হবে কি না তাও জানা যাবে তখনই।

Previous articleশিয়ালদহে সাফল্যের পর টানেল বোরিং মেশিন ‘উর্বি’র গন্তব্য এবার বউবাজার
Next article‘সোনোয়াল-মডেলে’ই কেন্দ্রে মন্ত্রী হতে চলেছেন দিলীপ ঘোষ, জোর জল্পনা