Sunday, May 4, 2025

মাদক মামলায় রেহাই মিলবে রিয়ার? শীর্ষ আদালতের রায়ের পর তুঙ্গে জল্পনা

Date:

কোনও তদন্তকারী সংস্থাকে দেওয়া অভিযুক্তের সাক্ষ্য বা অন্য কারোর সাক্ষ্য বা বিবৃতি প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য হবে না। এক্ষেত্রে একমাত্র পুলিশের দায়িত্বশীল অফিসারকে দেওয়া সাক্ষ্য বিবৃতিকে করা হবে। শুক্রবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াকিবহল মহলের মতে, এই রায় সব থেকে বেশি প্রভাব পড়বে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মাদক মামলায়। কারণ, এতদিন পর্যন্ত যে কোনও মামলায় সাক্ষ্য বা বিবৃতির ভিত্তিতে তদন্ত করেছে এনসিবি।

এদিনের রায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, কে কী বলল সেই বয়ান আর গ্রাহ্য করা হবে না। তার বদলে ব্যাংকের লেনদেন বা সরাসরি প্রমাণ দাখিল করতে হবে তদন্তকারীদের। স্পষ্টতই, শীর্ষ আদালতের এই রায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কারণ অভিনেতার মৃত্যুর পর মাদক মামলায় রিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে তা মূলত বিবৃতি ও সাক্ষ্যকে ভিত্তি করে। শীর্ষ আদালতের এই রায়ের পর অনেকেই মনে করছেন মাদক মামলা থেকে রেহাই পেতে পারেন রিয়া চক্রবর্তী।

সুপ্রিম কোর্টের বিচারপতি রোহিংটন এফ নরিম্যান সুজিত সিনহা জানিয়েছেন, রাজস্ব গোয়েন্দা, আধা সামরিক, এনসিবি, শুল্ক, সশস্ত্র বাহিনী অফিসারদের নেওয়া সাক্ষ্যকে প্রামাণ্য নথি হিসেবে ধরা হবে না। তাঁরা আরও জানিয়েছেন, আটক ব্যক্তিকে পুলিশের দায়িত্বশীল অফিসারের হাতে তুলে দিতে হবে। একমাত্র পুলিশ অফিসারই অভিযুক্ত, সাক্ষীর বিবৃতি রেকর্ড করতে এবং মামলা করতে পারবেন। মামলার পর এনসিবি বা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য সম্পর্কিত প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে।

আরও পড়ুন-সুশাসনের নিরিখে দেশের সেরা কেরল, সবশেষে যোগীর উত্তর প্রদেশ

 

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version