ছিল না পুলিশ, অ্যাম্বুল্যান্স-এ হাসপাতালে যাওয়ার পথে করোনা আক্রান্ত বন্দির পালানোর চেষ্টা

প্রতীকী ছবি

বেশ কয়েকদিন ধরে উপসর্গ ছিল। টেস্ট করতেই রিপোর্ট আসে পজিটিভ। করোনা আক্রান্ত হয়েছেন আলিপুর সংশোধনাগারের এক বন্দি। গতকাল, শনিবার মধ্যরাত নাগাদ তাঁকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয় এক কোভিড হাসপাতালে। পথেই একবার নয় দু-দু’বার সে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ।

জেল সূত্রে জানা গিয়েছে, করোনা ধরা পড়ায় খুনের চেষ্টায় অভিযুক্ত ওই বন্দিকে হাসপাতালে ভর্তি করতে নিয়ম অনুযায়ী জেল কর্তৃপক্ষ শনিবার রাতে স্থানীয় পুরসভার হাতেই তুলে দেয়। অভিযোগ, ওই বন্দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুরসভার অ্যাম্বুলেন্সে কোনও পুলিশ ছিল না। শুধু চালক ছিলেন। ফলে পুলিশের অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই বন্দি অ্যাম্বুল্যান্স থেকে পালানোর চেষ্টা করে। পরে অবশ্য পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু অভিযোগ উঠছে, পুলিশ ছাড়া পুরসভা কী করে একজন বন্দিকে একা অ্যাম্বুলেন্স চালককে দিয়ে হাসপাতালে পাঠাল?

আরও পড়ুন- প্রকাশ্য রাস্তায় পথচারীদের সামনে কিশোরীর গলা কাটলো যুবক! পুরোটা জানলে আঁতকে উঠবেন

Previous articleপ্রকাশ্য রাস্তায় পথচারীদের সামনে কিশোরীর গলা কাটলো যুবক! পুরোটা জানলে আঁতকে উঠবেন
Next articleরেকর্ড ভাঙল আগাম ভোটের হার, চিন্তায় ট্রাম্প শিবির