বিজেপিতে যোগ দিলে তুলনায় বেশি আসন বিজেপি ছাড়বে শুভেন্দুকে

জল্পনা দীর্ঘায়িত হচ্ছে৷
সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সঙ্গে গত একমাসে দু’বার কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷ বিশেষ সূত্রে জানা গিয়েছে, দলবদল চূড়ান্ত হওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে মোট ৪২টি আসনের তালিকাও পেশ করেছেন৷

এই তালিকায় পূর্ব মেদিনীপুরে ১২টি আসন, পশ্চিম মেদিনীপুরে ১১টি, ঝাড়গ্রামে ৪টি এবং রাজ্যের বাকি জেলাগুলি মিলিয়ে আরও ১৫টি আসন দাবি করেছেন৷ তবে কলকাতার কোনও আসন আপাতত এই তালিকায় নেই৷ শাহ এই তালিকা নিয়ে রাজ্যের তিন নেতার সঙ্গে প্রাথমিক আলোচনাও করেছেন৷ ঝাড়গ্রামের ৪ আসন নিয়ে সমস্যার কথা শাহকে জানানো হয়েছে৷ ওই জেলায় মোট বিধানসভার আসনই ৪ টি, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম এবং বিনপুর৷ এই ৪টি আসনই শুভেন্দুকে ছেড়ে দিলে দলে অসন্তোষ তৈরি হতে পারে৷ কারন, ওই জেলায় বিজেপির সংগঠন মজবুত৷ বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে৷

আরও পড়ুন:Shuvendu Update: মমতার পাশেই থাকবে অধিকারী পরিবার, জানালেন শিশির, দিব্যেন্দু

জানা গিয়েছে, বিজেপির তরফে শুভেন্দুকে জানানো হয়েছে, তিনি বিজেপিতে সরাসরি যোগ দিলে তুলনায় বেশি আসন তাঁর অনুগামীদের জন্য ছাড়া যেতে পারে৷ আলাদা মঞ্চ করলে শুভেন্দুকে কিছু কম আসন ছাড়া হবে৷ এবং ওই প্রার্থীদের ‘পদ্ম-প্রতীকে’ লড়তে হবে৷

Previous articleবাজি-শব্দবাজি বন্ধ করতে চান চিকিৎসকরা, উভয়সঙ্কটে প্রশাসন
Next articleমাছের ভাগ পেত আধিকারিকরা, লকগেট ভাঙায় নেপথ্যে অসাধু কারবারের অভিযোগ