Friday, January 30, 2026

বিদেশফেরতদের কোয়ারেন্টাইনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের বিমানবন্দরসহ সব প্রবেশপথে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা। বিদেশফেরতদের কোয়ারেন্টাইনে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ নির্দেশ তিনি। ভিডিও কনফারেন্সের সাহায্যে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হওয়া মূল অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আবার সময় এসে গেছে, যারা বাইরে থেকে আমাদের দেশে আসবেন, তাদের পরীক্ষা করতে হবে, কোয়ারেন্টাইনে রাখতে হবে। এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটি পোর্টে আগের মতো ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে কেউ দেশে ঢুকছে কি না, সেটা পরীক্ষা করতে হবে। আমাদের দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন করা হয়েছে, উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সবাইকে একটু সুরক্ষিত থাকতে হবে।’

‘যেকোনো কাজে সবাই মাস্ক ব্যবহার করবেন। যেকোনো জনসমাগমস্থল বা মার্কেটে যাবেন বা কারো সাথে মিশবেন, তখন অবশ্যই মাস্ক ব্যবহার করে নিজেকে এবং অপরকে সুরক্ষিত রাখবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই নিয়ম মেনে চলবেন। কারণ, যেভাবে করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করেছি, সেভাবেই যেন রক্ষা করতে পারি। সবাই এটাকে একটা দায়িত্ব হিসেবে নেবেন, সেটাই আমরা চাই।
করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ২১ দফা নির্দেশনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার তুলে দেন। যুবকদের কর্মসংস্থানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২১ জন স্বনির্ভর যুবক এবং ৫টি সফল যুব সংগঠনকে এ পুরস্কার দেওয়া হয়।
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে স্মারক ডাকটিকিট এবং খাম অবমুক্ত করা হয়েছে। ‘মুজিবর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে দিবসটি উদযাপিত হচ্ছে।

 

spot_img

Related articles

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...