জমি বিবাদে পড়শিকে গুলি-কোপ, মৃত্যু ঘিরে উত্তেজনা চাঁচলে

চাঁচলের যদুপুরে সীমানায় বেড়া দেওয়া নিয়ে বিবাদের জেরে উত্তেজনা। গুলি চলায় এখনো পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের নাম মমরেজ আলি। তাঁর ভাইকেও কোপানো হয়েছে।

মঙ্গলবার, চাঁচলে জমিতে বেড়া দিতে শুরু কিরেন মমরেজ। অভিযোগ, তাঁকে প্রতিবেশী শুকবর আলি ও তাঁর ছেলে বাবলু বাধা দেন। আচমকা বন্দুক এনে গুলি চালাতে থাকেন বাবলু। একটি গুলি লাগে মমরেজের বুকে। তাঁর ভাই বাঁচাতে গেলে, তাঁকেও কোপানো হয় বলে অভিযোগ।

হাসপাতালে মৃত্যু হয় মমরেজের।তাঁর ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের দাবি,
চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গেলে মূল দুই অভিযুক্ত পালায়। তবে অভিযুক্ত পরিবারের একজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-চাঁচলে জমি বিবাদে চলল গুলি, মৃত ১