Monday, August 25, 2025

মালদহঃ কালিয়াচক। নামটা শুনলেই মনের মধ্যে ঘুরে ফিরে আসে বোমাবাজি, জালনোট, রাজনৈতিক সংঘর্ষ, খুনের ঘটনা। বারবার নানা বিতর্কিত বিষয়ে খবরের শিরোনামে থাকে মালদার এই এলাকা। কিন্তু এ যেন এক অন্য কালিয়াচক।

ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস, এখানে ভগবানেরই আরেক রূপ। কেন? গ্রামের কাঁচা মাটির রাস্তা পেরিয়ে, প্রতিদিন সকালে ছুটে চলে ডাক্তারবাবুর মোটরবাইক। কোভিড পরিস্থিতিতেও, গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করেন তিনি। মঙ্গলবার জালালপুর গ্রামপঞ্চায়েতের ফতেখানি গ্রামে শতাধিক গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন জেনারেল ফিজিশিয়ান, ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস। তবে তিনি একা নন। সঙ্গে ছিলেন তাঁরই দুই সহকর্মী ডাঃ ওয়াসিম আক্রম এবং ডাঃ মামুন আল হাসান। একজন চক্ষু বিশেষজ্ঞ ও অন্যজন দন্ত বিশেষজ্ঞ। তাঁরা দুজনেও এই জেলারই বাসিন্দা।

জন্মসূত্রে কালিয়াচক মোজামপুর এলাকার বাসিন্দা হলেও ভিন রাজ্যে পড়াশোনা করেছেন ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস। বর্তমানে তিনি কলকাতার কেপিসি মেডিকেল কলেজের চিকিৎসক। কলকাতায় নিজস্ব চেম্বারও রয়েছে তাঁর। কিন্তু কয়েক বছর বাইরে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরেও মন টেকে নি তাঁর। তাই সব ছেড়ে, মাটির টানে, গ্রামের দুঃস্থ অসহায় মানুষদের পরিষেবা দিতেই ফিরে এসেছেন কালিয়াচকে।

ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস জানিয়েছেন, আপাতত ভিন রাজ্যে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। গ্রামের মানুষের পাশে থাকতে অঙ্গিকারবদ্ধ তিনি। আর এই কাজে তিনি পাশে পেয়েছেন ডাঃ ওয়াসিম আক্রম এবং ডাঃ মামুন আল হাসানকে।

তিন চিকিৎসকের মহান প্রচেষ্টায় খুশি গ্রামবাসীরাও। তাঁরা কোনওদিন স্বপ্নেও ভাবতে পারেননি এমনটাও হতে পারে। মঙ্গলবার গ্রামে গিয়ে দেখা যায় অনেকেই বলছেন “হ্যালো ডাক্তার বাবু”। কথাটা শুনে অবাক হওয়ার মতই। সাদামাটা পোশাকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে দেখা গেল ডা: জোয়েব ফারহাদ বিশ্বাসকে। হাতে তাঁর স্টেথোস্কোপ এবং প্রেসার মাপার যন্ত্র। রোগী দেখার পর প্রেসক্রিপশন লিখে বিনামূল্যে ওষুধ দিচ্ছেন ডাক্তারবাবু। তিনি এখন কালিয়াচকের সাধারণ মানুষের কাছে নয়নের মণি। কেউ কেউ তো আবার ডাক্তারবাবুকে “হিরো” বলে ডাকতেও শুরু করেছেন। এ যেন সত্যিই এক অন্য কালিয়াচক!

আরও পড়ুন- বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির উপায় খুঁজতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version