Saturday, January 31, 2026

অনুমতি ছাড়া রাজ্যে তদন্ত করতে পারবে না সিবিআই, কড়া পদক্ষেপ কেরলের

Date:

Share post:

বিজেপির অঙ্গুলিহেলনে পরিচালিত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দেশের প্রায় সমস্ত বিরোধী দলগুলির তরফে এ অভিযোগ তোলা হয়েছে একাধিকবার। ফলস্বরূপ ‘পক্ষপাত দুষ্ট'(বিরোধীদের অভিযোগ অনুযায়ী) সিবিআইয়ের কর্মপদ্ধতিতে লাগাম পরাতে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে অবিজেপি শাসিত একাধিক রাজ্য। সেই তালিকায় এবার যুক্ত হল বাম শাসিত রাজ্য কেরল। বুধবার সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে নিলেও পিনারাই বিজয়নের মন্ত্রিসভা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর বিরুদ্ধে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে একাধিকবার সরব হয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি অভিযোগ তোলেন ক্ষমতার সীমা ছাড়িয়ে রাজ্যকে বদনাম ও অস্থির করার সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে সিবিআই। এর ঠিক পরেই এই পদক্ষেপ নেওয়া হল রাজ্য সরকারের তরফে। বুধবার কেরলের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘জেনারেল কনসেন্ট’ আর দেওয়া হবেনা সিবিআইকে। যার অর্থ এখন থেকে এই রাজ্যে কোনওরকম তদন্ত সিবিআই করতে চাইলে রাজ্য সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। রাজু সরকার অনুমতি দিলে তবেই কোনওরকম তদন্ত শুরু করতে পারবে কেন্দ্রীয় এই এজেন্সি। যদিও দেশের মধ্যে কেরল এই প্রথম রাজ্য নয় যে সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করল। এর আগে একই পথে হেঁটেছে ছত্রিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ।

প্রসঙ্গত, সোনা পাচার কান্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে কেরলের একাধিক মন্ত্রী ও আধিকারিকের এই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। যার জেরে প্রবল চাপের মধ্যে রয়েছে কেরল সরকার। তারপরই এই পদক্ষেপ। উল্লেখ্য, কেরল সিপিএমের সাধারণ সম্পাদক কোদিয়ারি বালাকৃষ্ণণও সিবিআইয়ের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, সিবিআই যেভাবে রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে তাতে সরকারের কিছু একটা করা প্রয়োজন।

আরও পড়ুন- অমিত শাহ কলকাতায় পা রাখতেই বিমানবন্দরে আগুন! তারপর?

spot_img

Related articles

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...