Saturday, January 10, 2026

অনুমতি ছাড়া রাজ্যে তদন্ত করতে পারবে না সিবিআই, কড়া পদক্ষেপ কেরলের

Date:

Share post:

বিজেপির অঙ্গুলিহেলনে পরিচালিত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দেশের প্রায় সমস্ত বিরোধী দলগুলির তরফে এ অভিযোগ তোলা হয়েছে একাধিকবার। ফলস্বরূপ ‘পক্ষপাত দুষ্ট'(বিরোধীদের অভিযোগ অনুযায়ী) সিবিআইয়ের কর্মপদ্ধতিতে লাগাম পরাতে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে অবিজেপি শাসিত একাধিক রাজ্য। সেই তালিকায় এবার যুক্ত হল বাম শাসিত রাজ্য কেরল। বুধবার সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে নিলেও পিনারাই বিজয়নের মন্ত্রিসভা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর বিরুদ্ধে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে একাধিকবার সরব হয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি অভিযোগ তোলেন ক্ষমতার সীমা ছাড়িয়ে রাজ্যকে বদনাম ও অস্থির করার সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে সিবিআই। এর ঠিক পরেই এই পদক্ষেপ নেওয়া হল রাজ্য সরকারের তরফে। বুধবার কেরলের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘জেনারেল কনসেন্ট’ আর দেওয়া হবেনা সিবিআইকে। যার অর্থ এখন থেকে এই রাজ্যে কোনওরকম তদন্ত সিবিআই করতে চাইলে রাজ্য সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। রাজু সরকার অনুমতি দিলে তবেই কোনওরকম তদন্ত শুরু করতে পারবে কেন্দ্রীয় এই এজেন্সি। যদিও দেশের মধ্যে কেরল এই প্রথম রাজ্য নয় যে সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করল। এর আগে একই পথে হেঁটেছে ছত্রিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ।

প্রসঙ্গত, সোনা পাচার কান্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে কেরলের একাধিক মন্ত্রী ও আধিকারিকের এই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। যার জেরে প্রবল চাপের মধ্যে রয়েছে কেরল সরকার। তারপরই এই পদক্ষেপ। উল্লেখ্য, কেরল সিপিএমের সাধারণ সম্পাদক কোদিয়ারি বালাকৃষ্ণণও সিবিআইয়ের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, সিবিআই যেভাবে রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে তাতে সরকারের কিছু একটা করা প্রয়োজন।

আরও পড়ুন- অমিত শাহ কলকাতায় পা রাখতেই বিমানবন্দরে আগুন! তারপর?

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...