Saturday, August 23, 2025

সাবলীল দক্ষতায় চলে বন্দুক ও কলম: নতুন বই প্রকাশ পুলিশ কমিশনার হুমায়ুনের

Date:

বলা হয় যে, “যে রাঁধে, সে চুলও বাঁধে”। এক্ষেত্রে কথাটা একটু অন্যরকম বলা যায়, যে হাতে বন্দুক ওঠে, সেই হাতে সাবলীল দক্ষতায় চলে কলমও। তিনি চন্দননগরের পুলিশ কমিশনার ডক্টর হুমায়ুন কবীর। ছোট গল্প, উপন্যাস, সিনেমার স্ক্রিপ্ট লেখা, সিনেমা পরিচালনা- সঙ্গে কড়া হাতে হুগলি জেলার আইন শৃঙ্খলা সামলাচ্ছেন তিনি। হুগলি জেলার দুষ্কৃতী দৌরাত্ম অনেকটাই নিয়ন্ত্রণে করেছেন স্থানীয় বাসিন্দাদের। সম্প্রতি প্রকাশিত হল তাঁর লেখা বই ‘ফহিনাল গাজি’।

ইতিমধ্যে বেশ কিছু উপন্যাস-সহ বহু ছোট গল্পের বই লিখেছেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির।তার লেখা বই গুলির মধ্যে ‘রঙে রঙে রামধনু’, ‘উত্তরণ’, ‘ফহিনাল গাজি’, ‘আলেয়া এবং’। এর মধ্যে গত বইমেলায় তাঁর লেখা দুটি বই উৎপাদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের কাহিনী ও চিত্রনাট্যে মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘আলেয়া”।

২০১৮ সালে পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছিলেন চন্দননগর কমিশনারেটের। সেই সময় হুগলি জেলা ছিল দুস্কৃতীদের আঁতুরঘর।কিন্তু কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেফতার করে, অস্ত্র ভান্ডার বাজেয়াপ্ত করে এলাকা শান্ত করেন হুমায়ুন কবীর। সমাজ সেবামূলক কাজেও সব সময় জড়িত থাকেন চন্দননগরের পুলিশ কমিশনার।

কঠোর ভাবে আইনশৃঙ্খলা সামলানোর পাশাপাশাপাশি চালিয়ে যাচ্ছেন তাঁর লেখা। বইয়ের সঙ্গেই তাঁর বিভিন্ন লেখা প্রতিনিয়ত ছাপা হচ্ছে বিভিন্ন পত্রিকায়। এখনকার সমাজের কথাই বেশি করে উঠে আসে পুলিশ কমিশনারের লেখনীতে।

হুমায়ুন কবীর জানান লেখা তাঁর দীর্ঘদিনের নেশা তাই পুলিশের কাজের মাঝেও সময় বের করে লেখার কাজ চালিয়ে যান প্রতিনিয়ত। উপন্যাস, ছোট গল্প, সিনেমার স্ক্রিপ্ট লেখার সঙ্গে সঙ্গে একই দক্ষতায় হুগলি জেলার আইন শৃঙ্খলা কড়া হাতে সামলাচ্ছেন পুলিশ কমিশনার হুমায়ন কবীর। তাঁর হাতে যেমন চলে কলম তেমন চলে লাঠি।

আরও পড়ুন-‘দক্ষিণেশ্বর মন্দির ভারতের চেতনা বিকাশের মহাকেন্দ্র’, লিখলেন শাহ

Related articles

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...

বেলেঘাটায় ছেলের হাতে খুন মা! বন্দি গুণধর পুত্র

গড়িয়ার পরে এবার কলকাতার বেলেঘাটা (Belegata)। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তের...
Exit mobile version