ডাক পাননি বৈশাখী, তাই অমিত-সভায় গেলেন না শোভনও

আমন্ত্রিত ছিলেন শুধু শোভন চট্টোপাধ্যায়। ডাক পাননি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাই শুক্রবার ইজেডসিসিতে অমিত শাহর দলীয় সভায় গেলেন না শোভন-বৈশাখী। ফলে মেঘ কেটে গিয়েছে বলার পরেও সূর্যের আলোর দেখা পেলেন না বিজেপি নেতৃত্ব।

বৃহস্পতিবার রাতে সল্টলেকের হোটেলে অমিত শাহর সঙ্গে একান্ত বৈঠকে বসেন শোভন-বৈশাখী। মিনিট কুড়ির সেই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী -তৃণমূল থেকে আসা এই জুটিকে সক্রিয় করতে উদ্যোগ নেন। পাল্টা মান-অভিমানের কথাও জানান শোভন। প্রাক্তন মেয়র-মন্ত্রীকে যে যথাযথ গুরুত্ব দিচ্ছে না দল, সেটাও পরিষ্কার করেন তাঁরা। বিজেপি সূত্র থেকে জানা যায়, শুধু শোভনকেই ইজেডসিসির সভায় আমন্ত্রণ জানানো হয়। আর সেই কারণকে সামনে রেখেই সম্ভবত শোভন-বৈশাখী অ্যাবসেন্ট রইলেন।

আরও পড়ুন:‘দক্ষিণেশ্বর মন্দির ভারতের চেতনা বিকাশের মহাকেন্দ্র’, লিখলেন শাহ

কিন্তু জট খুলেও কেন খুলল না? সূত্রের খবর অমিত শাহর সঙ্গে সভায় শোভনদের তরফ থেকে কিছু বক্তব্য ছিল। আর তা নিরসন না হওয়া পর্যন্ত তাঁরা সক্রিয় হবেন না। ফলে আপাতত শোভন-বৈশাখী ইস্যু আনরিসলভড।

Previous articleহোটেলের ঘরে অমিত শাহের সঙ্গে একান্ত সাক্ষাতে রাহুল সিনহা! চর্চা তুঙ্গে
Next articleধীরেধীরে সুস্থ হয়ে উঠছেন ফুটবলের রাজপুত্র, বাড়ি ফেরার আবদার চিকিৎসকের কাছে