২০২১-এর আইপিএল কোথায় হবে জানালেন সৌরভ

আমিরশাহিতে এবারের আইপিএলের ফয়সালা এখনও হয়নি । সামনের মরশুমের আইপিএল নিয়ে মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আশা প্রকাশ করেছেন, সামনের বছর এপ্রিল নাগাদ ভারতের বুকেই হয়তো আয়োজন করা যাবে আইপিএলের চতুর্দশ সংস্করণ।

আরও পড়ুন-অমিত শাহের মালা দেওয়া “বিরসা মুণ্ডা”র মূর্তি গঙ্গাজলে ধুয়ে পবিত্র করল তৃণমূল

সৌরভ বলেছেন, ‘আশা করছি ওই সময়ে টিকা আবিষ্কার হয়ে তা বাজারে চলে আসবে এবং আমরা ভারতেই আইপিএল আয়োজন করতে পারব।’ সৌরভ এটা জানাতেও ভোলেননি, পরের বছর ভারতে কোনও কারণে আইপিএলের আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট । তবে নিলামের ব্যাপারে কোনও স্পষ্ট রুপরেখা দিতে পারেননি তিনি। তিনি আরও বলেন, ‘এই মরশুম শেষ হওয়ার পরেই আমরা সামনের মরশুমের ভাবনাচিন্তা শুরু করব।’
পরিস্থিতির ওপর নজর রেখে সংযুক্ত আরব আমিরশাহিকে পরের বারের আইপিএলের জন্য বিকল্প ভেন্যু হিসেবে ধরে রাখা হচ্ছে।

Previous articleমুখ্যমন্ত্রীর ‘মুখ’ নিয়ে আপনাদের ভাবতে হবে না, দলীয় সভায় কড়া বার্তা অমিত শাহর
Next articleমতুয়া বাড়িতে মধ্যহ্নভোজ সারলেন অমিত শাহ, মেনুতে পছন্দের নলেন গুড়ের পায়েস