Monday, December 8, 2025

নীতি বদল: আমেরিকার ৫ লক্ষ ‘অবৈধ’ ভারতীয়কে নাগরিকত্ব দেবেন বাইডেন

Date:

Share post:

ট্রাম্প সরকারের পতনের পর আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি হয়েছেন জো বাইডেন। নির্বাচনে জয়ী হওয়ার পর নিজের প্রথম ভাষণে তিনি জানিয়ে দিয়েছেন বিভাজন নয় ঐক্যবদ্ধ আমেরিকা গড়বেন তিনি। সেই লক্ষ্যেই এবার বৈধ কাগজপত্র না থাকা সত্বেও আমেরিকায় বসবাসকারী প্রায় ১.১ কোটি মানুষকে নাগরিকত্ব দেবে বাইডেন সরকার। এই তালিকায় রয়েছেন ৫ লক্ষ ভারতীয়ও। শুধু তাই নয়, বাইডেনের নীতিপত্রে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে আসা অন্তত ৯৫ হাজার শরণার্থীকে আমেরিকায় থাকার জায়গা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ট্রাম্প জামানায় আমেরিকায় শরণার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। চেষ্টা করা হয়েছিল H1b ভিসার নীতি পরিবর্তনের। ট্রাম্পের এই নীতির জেরে চরম বিপাকে পড়তে হয় আমেরিকায় চাকরিরত বহু ভারতীয়কে। এর তীব্র বিরোধিতা করে তৎকালীন বিরোধী দল ডেমোক্র্যাট। এই দলই এবার ক্ষমতায় অলিন্দে এসে ট্রাম্প নীতি পুরোপুরি ছুঁড়ে ফেলে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে। বাইডেন পলিসি ডকুমেন্টে ঘোষণা করা হয়েছে প্রতি বছর কত শরণার্থী আমেরিকায় আশ্রয় পাবেন। এই উর্ধ্বসীমা বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার করার চেষ্টা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:‘গরিব’ সেনেটর থেকে প্রেসিডেন্ট, জেনে নিন বাইডেনের সম্পত্তির পরিমাণ

পলিসি ডকুমেন্টে লেখা হয়েছে, অভিবাসন নীতিতে আইনি সংস্কার আনতে কংগ্রেসের সঙ্গে আলোচনায় বসবেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। গোটা পরিবার নেই যাতে শরণার্থীরা আমেরিকায় বসবাস করতে পারেন তা নিশ্চিত করতেই পরিবারভিত্তিক আবাসন নীতিতে জোর দেওয়া হবে। অসঙ্গত ওবামার সময় কালে আমেরিকা চালু হওয়া ডিএসিএ প্রকল্প আটকে গিয়েছিল ট্রাম্পের সময়ে। প্রকল্পটি বাতিল করার চেষ্টা করেন ট্রাম্প। অবশ্য সে প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ায় মার্কিন সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, আমেরিকায় বসবাসকারী অবৈধ খুদে শরণার্থীদের বাড়তি সুযোগ সুবিধা দিতে এবং ভবিষ্যতে তাদের জন্য কাজের ব্যবস্থা করে দিতে এই প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমতায় এসে সেই প্রকল্প ফের নতুন করে চালু করতে চাইছেন বাইডেন।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...