Monday, August 25, 2025

নিউ নর্মালে পৌষ উৎসব পালিত হলেও শান্তিনিকেতনে হবে না পৌষমেলা। সোমবার,  বিশ্বভারতীর কোর্ট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্বভারতীর কোর্ট সদস্যেরা ভার্চুয়াল বৈঠক করেন। ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই ছিলেন বৈঠকে। অতিমারি পরিস্থিতিতে এবার পৌষমেলা আদৌ সম্ভব কি না- এই নিয়ে আলোচনা হয়।

বিশ্বভারতী সূত্রে খবর, অধিকাংশ সদস্যই মেলা বন্ধের পক্ষে মত দেন। সিদ্ধান্ত হয়, করোনা পরিস্থিতিতে এ বারের মতো বন্ধ পৌষমেলা। তবে, অল্প সংখক আশ্রমিককে নিয়ে কোভিড-বিধি মেনে বিশ্বভারতী চত্বরে পালিত হবে পৌষ উৎসব।

৭ পৌষ আশ্রমের ভিতরে ছাতিমতলার উপাসনা, বৈতালিক, আশ্রমবন্ধুদের স্মৃতিবাসর, খ্রিস্টোৎসব— এই সব নিয়েই পৌষ উৎসব।

আরও পড়ুন:রক্তাক্ত বিহার, আরা শহরে বিজেপি নেতার স্বামীকে গুলি দুষ্কৃতীদের

বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায় জানান, দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪৩-এর ৭ পৌষ ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণ করেন। ১৮৪৫-এ তাঁর ইচ্ছানুসারে গোরিটি বাগানে একটি মেলার আয়োজন হয়। এরপর ১৮৯৪ সাল থেকে পৌষ মেলা হয়ে আসছে শান্তিনিকেতনে। ১২৬ বছরের ইতিহাসে মোট দু’বার বন্ধ থেকেছে পৌষমেলা- ১৯৪৩ সালে দেবেন্দ্রনাথের দীক্ষাগ্রহণের শতবর্ষে মন্বন্তরের কারণে এবং ১৯৪৬-এ সাম্প্রদায়িক অশান্তির কারণে।

তবে, এই দুই বছরও পৌষ উৎসব পালিত হয়। এ বারও মেলা বন্ধ তবে পৌষ উৎসব পালিত হবে। আশ্রমিক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের একটা বড় অংশ বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্য সুনীল সিংহের অভিযোগ, মেলার মাঠ ঘেরার পরিকল্পনার সময়ই তাঁরা বুঝেছিলেন, মেলা বন্ধ করার পরিকল্পনা করছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত সেটাই প্রমাণ করল। তবে করোনা পরিস্থিতিতে যখন বাংলার সব উৎসবেই নিষেধাজ্ঞা জারি হচ্ছে, তখন পৌষ মেলা ব্যতিক্রম হবে না সেটা মনে করছিলেন সবাই।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version