উত্তরে নজর: পুলিশের নয়া ৩ ব্যাটালিয়ানের ২ টি উত্তরবঙ্গে, বাগডোগরাকে জমি

রাজ্য পুলিশের বাহিনীতে যোগ হল আরও তিন ব্যাটালিয়ন- একটি কোচবিহারে, একটি পাহাড়ে ও অপরটি জঙ্গলমহলে। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানান। তবে নজর যে উত্তরবঙ্গে বেশি তা স্পষ্ট ব্যাটালিয়নের ভাগ দেখে। কারণ উত্তরবঙ্গ পাচ্ছে দুটো ব্যাটালিয়ন। একটি কোচবিহারে; নাম নারায়ণী ব্যাটালিয়ন। আর পাহাড়ে সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টির ধাঁচে গোর্খা ব্যাটালিয়ন। জঙ্গলমহলে হবে জঙ্গলমহল ব্যাটালিয়ন।

শুধু এই নয়, স্বয়ংসম্পূর্ণ করা হচ্ছে বাগডোগরা বিমানবন্দরকে। এর জন্য ৯৯ একর জমি দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, ঢেলে সাজছে বাগডোগরা বিমানবন্দর। এটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে এবার কাজে লাগানো যেতে পারে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, অন্ডাল বিমানবন্দরও স্বয়ংসম্পূর্ণভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:লোকাল ট্রেন চালু হতেই করোনাবিধি উধাও, বাড়তি ট্রেনের দাবি নিত্যযাত্রীদের

রাজ্য পুলিশের দুটি ব্যাটালিয়ন। পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর উন্নত করা। এই কর্মসূচিই বলে দিচ্ছে উত্তরের উন্নয়ন এখন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ এজেন্ডা।

Previous article২০২১-এর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না: মুখ্যমন্ত্রী
Next articleফাইজারের ভ্যাকসিনটি সরবরাহের জন্য -৭০ ডিগ্রির প্রয়োজন যা ভারতে কঠিন, বলছেন গুলেরিয়া