প্রাণরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু না: হাইকোর্টের বাজি-নিষেধাজ্ঞা বহাল শীর্ষ আদালতে

কালীপুজো, দীপাবলি, ছট বা জগদ্ধাত্রী পুজোতে বাজি পোড়ানোর উপরে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞার বহাল রাখল শীর্ষ আদালত। বুধবার, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, “উৎসবের গুরুত্ব আছে ঠিকই, কিন্তু প্রাণরক্ষা থেকে বড় আর কিছু নয়। সুতরাং, অতিমারি পরিস্থিতির মোকাবিলায় এই সিদ্ধান্তকে সবার সমর্থন জানানো উচিত”।

বাজি পোড়ানো ও বিক্রির উপরে জারি করা ৫ নভেম্বর কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখল সুপ্রিম কোর্ট। এর জেরে বাংলায় এই বছরের জন্য কালীপুজো, দীপাবলি-সহ উৎসবের মরসুমে আতসবাজির বাজি বিক্রি বা পোড়ানো যাবে না।

আবেদনকারী গৌতম রায়ের আইনজীবী সিদ্ধার্থ ভাটনগরকে বেঞ্চ জানায়, স্থানীয় পরিস্থিতি সবচেয়ে ভালো বোঝে হাইকোর্ট। অতিমারির মধ্যে প্রাণরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। বোঝাই যাচ্ছে, এর জেরে কষ্ট ভোগ করতে হবে। ভেবে দেখুন হাসপাতালে ভর্তি রোগী বা বর্ষীয়ান নাগরিকদের কথা। সংক্ষিপ্ত শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রাখে সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চ।

আরও পড়ুন:অর্ণব গোস্বামীর জামিনের আর্জি আজ শুনতে পারে সুপ্রিম কোর্ট

 

Previous articleবিহারে আশানুরূপ ফল বামেদের, টুইটে উচ্ছ্বাস প্রকাশ স্বরা ভাস্করের
Next articleবিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার গিনেস রেকর্ড প্রাপ্ত আরহাম, কী এই বালকের পরিচয়