ফের শোচনীয় ব্যর্থ কংগ্রেস, তেজস্বীকে ডুবিয়েছে সোনিয়া- রাহুলের দল

তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের এবার বিহারের ক্ষমতা দখলের সম্ভাবনা ছিলো প্রবল৷ কিন্তু একাই ডুবিয়ে দিলো সোনিয়া গান্ধীর কংগ্রেস ৷

বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে না পারার জন্য তেজস্বী এবং বামেরা একযোগে দায়ী করতে পারে কংগ্রেসকে৷ গণনার ফল বলছে, কংগ্রেসের আরও একবার চূড়ান্ত ব্যর্থতা হওয়ায়, মহাজোট কৃষমতা দখল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ফেলেছে৷ ২০২০- সালেও ক্ষমতা দখল করতে পারলো না মহাজোট৷

বিহারের ভোট ময়দানে একক বৃহত্তম দল হওয়ার লড়াইয়ে RJD এখনও প্রবল ভাবে রয়েছে৷
২৪৩টি আসনের বিহার বিধানসভায় তেজস্বী যাদবের দল, RJD এবার ১৪৪টি আসনে লড়াই করেছিলো ৷ ওদিকে ২৯টি আসনে লড়ে প্রায় ৫০ শতাংশের মতো আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করে সকলকে চমকে দিয়েছে বাম দলগুলি৷

কিন্তু ডুবিয়ে ছেড়েছে সেই কংগ্রেস৷ ৭০ আসনে প্রার্থী দিয়ে হাত-এর প্রাপ্তি মাত্র গোটা ২০ আসন৷

ঠিক এখানেই মুখ থুবড়ে পড়েছে মহাজোট৷ তেজস্বী যাদবের পিঠে চড়েও বিহারে আশাজনক ফল করতে শোচনীয়ভাবে ব্যর্থ সোনিয়া গান্ধীর দল৷
বিহারে যদি এবারও সেই নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হন, তাহলে গোটা দেশ নিশ্চিতভাবেই আঙুল তুলবে কংগ্রেসের দিকেই৷

ওদিকে যথারীতি ভোটে হারের মুখে দাঁড়িয়ে নিজেদের নিদারুণ ব্যর্থতা অন্য কাঁধে চাপাতে EVM- কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস৷ অথচ এবারও ময়না তদন্তের পথে যায়নি, কেন পর পর নির্বাচনে নতজানু হয়ে চলেছে কংগ্রেস? আঞ্চলিক দলগুলির কাঁধে চড়েও রাজ্যে রাজ্যে বিজেপি-র বিরুদ্ধে সামান্যতম প্রতিরোধও কংগ্রেস গড়ে তুলতে পারছে না৷ সময় এসেছে সোনিয়া গান্ধীর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলার৷

আরও পড়ুন-  ‘বাংলার ভোটে প্রার্থী দেবে AIMIM’, এই প্রথম সাফ কথা ‘মিম’-প্রধান সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি’র

Previous article‘বাংলার ভোটে প্রার্থী দেবে AIMIM’, এই প্রথম সাফ কথা ‘মিম’-প্রধান সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি’র
Next articleব্রেকফাস্ট নিউজ