কলকাতায় হলে শিলিগুড়িতে লোকাল ট্রেন চালু নয় কেন? জিএমকে চিঠি অশোকের

কলকাতায় হলে কেন শিলিগুড়িতে লোকাল ট্রেন ফের চালু হবে না? সেই প্রশ্ন তুলে রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিলেন শিলিগুড়ির সিপিআইএম বিধায়ক অশোক ভট্টাচার্য। শুক্রবার, তিনি ওই চিঠি পাঠিয়ে নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি, জলপাইগুড়ি, কাটিহার, আলিপুরদুয়ার লোকাল চালুর দাবি তুলেছেন।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর আবেদন মেনে ৯৫% ট্রেন চালাবে রেল

আরও পড়ুন : লোকাল ট্রেন চালু হতেই করোনাবিধি উধাও, বাড়তি ট্রেনের দাবি নিত্যযাত্রীদের

অশোক ভট্টাচার্য জানান, শিলিগুড়ি হল বিজনেস হাব। তাই দ্রুত লোকাল ট্রেন ফের চালু করা দরকার। কোভিড বিধি মেনেই ট্রেন চলাচল করানোর দাবি জানান তিনি।

Previous articleপাক-সেনার গুলিবর্ষণের জেরে মৃত্যু ভারতীয় দুই সেনা ও এক বিএসএফ জওয়ানের
Next articleবেচারামের বাড়ি গিয়ে সৌজন্য বিনিময় প্রবীর ঘোষালের