হাসপাতাল থেকে ছাড়া পেলেও সামান্যতম মদ্যপানও নিষিদ্ধ মারাদোনার

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থাকায় অস্ত্রোপচার হয়েছিল তাঁরঅলিভোস ক্লিনিক থেকে অ্যাম্বুল্যান্সে করে বের হওয়ার সময় মারাদোনা কোনও কথা বলেননি। জানা গিয়েছে, মেয়ে জিয়ান্নিনার বাড়ির সঙ্গেই থাকবেন তিনি ।

চিকিৎসক লিওপলডো লুপে জানান, সামান্যতম মদ্যপানও মারাদোনার রিকভারির সময় ওষুধ সেবনে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। জানা গিয়েছে, মারাদোনা বড় মেয়ের বাড়িতে রিকভারি করবেন।এর আগে লা প্লাতার একটি ক্লিনিকে এনিমিয়া এবং ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন মারাদোনা। সেখানেই রক্তপাতের বিষয়টি নজরে আসে। সেখান থেকেই তড়িঘড়ি অলিভিয়োস ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাঁকে। মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ড লুপে জানিয়েছেন, মস্তিষ্কের মেমব্রেন পর্দায় রক্ত জমাট বেঁধে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

 

Previous articleসিডনি পৌঁছে গেল ভারতীয় দল, নেভি ব্লু জার্সিতে চমক কোহলিদের
Next articleআটদিন পর ফের নিম্নমুখী শেয়ারবাজারের গ্রাফ! এবার লাভবান কোন কোম্পানিগুলি?