Saturday, August 23, 2025

‘বিচক্ষণ ও অনমনীয়’ তেজস্বী বনাম হঠাৎ ‘দার্শনিক’ নীতীশ, বিহার-যুদ্ধ এখনও জারি

Date:

Share post:

একদিকে অনমনীয় এবং বিচক্ষণ তেজস্বী৷ অন্যদিকে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে হঠাৎই ‘দার্শনিক’ নীতীশ কুমার৷

একেবারে শেষ ওভারে এসে ম্যাচ হারলেও সেই হার মানতে এখনও রাজি নন বিহারের মহাজোটের ‘ক্যাপ্টেন’ তেজস্বী যাদব৷ একইসঙ্গে মহাজোটের হারের জন্য বিভিন্ন মহল সরাসরি কংগ্রেসের ব্যর্থতাকে অভিযুক্ত করলেও বিচক্ষণতা প্রদর্শন করে এ প্রসঙ্গে কোনও মন্তব্যই করেননি তরুন তেজস্বী ৷

আরও পড়ুন : অধীরে অসন্তোষ, চূড়ান্ত ক্ষুব্ধ সোমেনপুত্ররা কী ভাবছেন?

তেজস্বী এদিন অত্যন্ত স্পষ্ট ভাষায় যুক্তিসঙ্গত প্রশ্ন তুলে বলেছেন,  “আমরা মাত্র ০.১ শতাংশের ভোট কম পেয়েছি৷ তাতে ১৫ আসনের ফারাক কীভাবে হয় ?”. তিনি হুমকির সুরে বলেছেন, গণনা সংক্রান্ত একাধিক অভিযোগের সন্তোষজনক জবাব যদি নির্বাচন কমিশন না দিতে পারে, তাহলে আদালতে যাওয়া হবে৷

মহাজোটের শরিক দলগুলির তরফে তেজস্বী যাদব বলেছেন, নির্বাচনে বেশ কিছু প্রক্রিয়াগত ত্রুটি ও বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট বাতিল করার বিষয় নির্বাচন কমিশন যদি সন্তোষজনক কোনও ব্যাখ্যা না দেয়, তাহলে তারা আদালতের দ্বারস্থ হবেন৷ তেজস্বী বলেছেন, গণনা প্রক্রিয়ায় নানা ত্রুটির জন্যই কমপক্ষে ২০টি আসনে তাদের পরাজয় হয়েছে। জনমত তাঁরা পেলেও নির্বাচন কমিশনের ফলাফলে NDA জিতেছে বলে অভিযোগ আনেন তিনি।  তিনি বলেছেন, মাত্র ০.১ শতাংশের ভোট কম পেয়েছে মহাজোট। তাতে ১৫ আসনের ফারাক কীভাবে হয় ? কেন বহু জায়গায় পোস্টাল ব্যালট খারিজ করা হয়েছে৷ লিখিত চিঠি দেওয়া সত্ত্বেও পোস্টাল ব্যালটের পুনর্গণনা কেন হল না, সেই প্রশ্নও করেছেন তিনি।

আরও পড়ুন : হার ৫ মন্ত্রীর, জয় ২ লালুপুত্রের, একনজরে বিহারের তারকা প্রার্থীরা

JDU-র তৃতীয় স্থান পাওয়া নিয়ে কটাক্ষ করে তরুণ তেজস্বী বলেন, লজ্জা থাকলে নীতিশের এবার গদি ছাড়া উচিত।কংগ্রেসের খারাপ ফলাফলের জন্যই মহাজোট হেরেছে, তাঁর দলের অন্দর থেকেই এই কথা উঠে এলেও, বিচক্ষণতার পরিচয় দিয়ে তেজস্বী প্রকাশ্যে কংগ্রেসকে অভিযুক্ত দিতে রাজি হননি।

আরও পড়ুন : কোন পথে বিহারে জয়? ব্যাখ্যা দিলেন মোদি

ওদিকে, নতুন নাটক তৈরি হয়েছে NDA-শিবিরেও৷
মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম যখন পাকা, তখনই মুখ্যমন্ত্রী কে হবেন, এই প্রশ্ন নিয়ে খানিকটা রহস্য তৈরি করেছেন নীতীশ কুমার। হঠাৎই দার্শনিক সুরে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী পদের দাবিদার নীতীশ কুমার বলেছেন, “আমার কোনও ব্যক্তিগত ইচ্ছা, স্বার্থ বা প্রত্যাশা নেই। আমি শুধু মানুষের সেবা করতে চাই”। দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকেই নীতীশ একথা বলেছেন৷ পাশাপাশি বলেন, শপথগ্রহণ কবে হবে, তা এখনও স্থির হয়নি। ৪ শরিক দলের আনুষ্ঠানিক বৈঠকই এ বিষয়ে আলোচনা হবে। বলেছেন,পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা NDA ঠিক করবে।
একইসঙ্গে নির্বাচনে চিরাগ পাসোয়ানের LJP-র ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে নীতীশ বলেছেন, “বিজেপি ঠিক করবে চিরাগের দল এনডিএ-তে থাকবে কিনা। এ ব্যাপারে আমাদের মত চাওয়া হলে যা বলার বলবো”৷প্রসঙ্গত, নির্বাচনে NDA মোট ১২৫ আসন পেলেও JDU পেয়েছে মাত্র ৪৩ আসন৷ এ ছাড়া বিজেপি ৭৪, হ্যাম ও ভিআইপি ৪টি করে আসন পেয়েছে। LJP-র জন্যই JDU-র আসন যে কমেছে, তাও স্পষ্ট জানিয়েছেন নীতিশ৷

spot_img

Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...