উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচেও নেমারকে পাবে না ব্রাজিল

ফের চোট পেলেন নেমার জুনিয়র।আগামী সপ্তাহে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে উরুগুয়ে ও ব্রাজিল মুখোমুখি হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে নেমারকে পাবে না ব্রাজিল।

আরও পড়ুন- কলকাতায় হলে শিলিগুড়িতে লোকাল ট্রেন চালু নয় কেন? জিএমকে চিঠি অশোকের

এমনকি, শুক্রবার ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেমার। প্যারিসের ক্লাব পিএসজি-র হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সময় কুঁচকিতে চোট পান নেমার। সেই চোটের পরই পিএসজি-র কোচ থমাস টুসেল জানিয়েছিলেন, “নেমারের পক্ষে ব্রাজিলের হয়ে খেলতে নামা অসম্ভব।” তারপরও ব্রাজিলের কোচ তিতে দলে রেখেছিলেন নেমারকে। কিন্তু ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার নেমারকে পরীক্ষা করে জানান , “৪ দিনের অনুশীলনের পরেও নেমারের চোট পুরোপুরি সারেনি।”
এরপরই বাধ্য হয়ে
স্ট্রাইকার পেদ্রোকে দলে নেন কোচ তিতে।

Previous articleবেচারামের বাড়ি গিয়ে সৌজন্য বিনিময় প্রবীর ঘোষালের
Next article‘বিচক্ষণ ও অনমনীয়’ তেজস্বী বনাম হঠাৎ ‘দার্শনিক’ নীতীশ, বিহার-যুদ্ধ এখনও জারি