ইডি ডিরেক্টরের মেয়াদ এক বছর বাড়াল কেন্দ্র

কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের শীর্ষ কর্তা সঞ্জয় কুমার মিশ্রর দায়িত্বের মেয়াদ আরও এক বছর বাড়াল কেন্দ্র সরকার। ২০১৮ সালের ১৯ নভেম্বর তিনি ইডি ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করেন। আগামী সপ্তাহেই তাঁর অবসর গ্রহণের কথা ছিল। সরকারি বিজ্ঞপ্তি জারি করে এই পদে তাঁকে আরও এক বছর এক্সটেনশন দিয়েছে কেন্দ্র। ১৯৮৪ সালের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার সঞ্জয় কুমার মিশ্র। তাঁর নেতৃত্বাধীন ইডি এখন দেশের একাধিক বড় আর্থিক অপরাধের মামলার দায়িত্বে। বিদেশে অর্থ পাচার, সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থের ব্যবহার, আন্তঃরাজ্য অর্থ পাচার, সীমান্তে বেআইনি অর্থ পাচার, কালো টাকা সহ আর্থিক অপরাধের তদন্ত করে থাকে ইডি।

Previous articleএত বছর পর লাকি আলির গলায় ‘ও সনম’, চোখে জল আনল ফ্যানদের
Next articleওবামার স্মৃতিকথায় সোনিয়ার সৌন্দর্য-মনমোহনের সততা